প্রসেনজিৎ ধর, কলকাতা :- ৩০ সেপ্টেম্বর হাইভোল্টেজ ভবানীপুর উপনির্বাচন | তার আগেই সব দল চূড়ান্ত তৎপরতায় প্রচার সারছে|শনিবার সকালে কালীঘাট মন্দিরে পুজো দিয়ে ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের হয়ে প্রচার করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি | শনিবার সকালেই কালীঘাট মন্দিরে পৌঁছে যান তিনি | পুজো সেরে বেরিয়ে পড়েন প্রচারে | বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিলি করেন স্মৃতি ইরানি ইরানি | বাংলা ভাষায় সাবলীল স্মৃতি ইরানি মানুষের সঙ্গে করলেন মত বিনিময় |
বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আচমকাই ঘোষণা করেছিলেন ভবানীপুর নয়, তিনি নন্দীগ্রামে নির্বাচনে অংশ নেবেন| নির্বাচনে মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে পরাস্ত হন | এরপর ভবানীপুর কেন্দ্রে ইস্তফা দেন তৃণমূল কংগ্রেসের শোভনদেব চট্টোপাধ্যায় | আর সেই কেন্দ্রেই ফের তৃণমূল কংগ্রেসের প্রার্থী খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় |আর এই ভবানীপুরেই বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল | হাইভোল্টেজ আসনে প্রচারে কোন খামতি রাখতে রাজি নয় কোন দলই | তবে শনিবার সকাল সকাল বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের পক্ষে প্রচার সারলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি | একুশের ভোটেও বিজেপির হয়ে বাংলায় প্রচার করেছিলেন স্মৃতি | এবারও তার ব্যতিক্রম হল না | তবে স্মৃতি ইরানিকে বেছে নেওয়ার কারণ কী? সূত্র মারফত খবর, স্মৃতি ইরানি বাংলা ভাষায় যথেষ্ট দক্ষ | সাবলীলভাবে বাংলায় কথা বলতে পারেন | মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচারে তো এমন লোকজনই প্রয়োজন বলছেন বিজেপির একাংশ |