Breaking News

মহিলা প্রার্থীর ‘হাত ধরে টানছেন’ ডিসি সাউথ,ছবি দিয়ে ডিসি সাউথের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে কমিশনে চিঠি গেরুয়া শিবিরের !

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল শ্লীলতাহানির অভিযোগ করলেন ডিসি সাউথের বিরুদ্ধে| নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়ে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছে বিজেপি | একটি ছবি দেখিয়ে পুলিশ আধিকারীকের বিরুদ্ধে এমনই অভিযোগ আনেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল| সকালেই প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, সুকান্ত মজুমদার সহ একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ | আর বিকেলেই পুলিশের বিরুদ্ধে শ্লীলতাহানি ও শারীরিক হেনস্থার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি| বিজেপির তরফে অভিযোগ, গতকাল, বৃহস্পতিবার যখন মৃত বিজেপি প্রার্থী মানস সাহার মৃতদেহ নিয়ে ভবানীপুর হয়ে কালীঘাটের দিকে যাওয়া হয়, সেই সময় বিজেপির মিছিলকে বাধা দেয় পুলিশ | সেখানে উপস্থিত ছিলেন সাউথের ডিসি আকাশ মাঘারিয়া|বিজেপি নেতা-কর্মীদের তো বটেই, এমনকি মহিলাদের সঙ্গেও হাতাহাতিতে জড়িয়ে পড়েন তিনি|কমিশনকে লেখা চিঠিতে গেরুয়া শিবিরের তরফে জানানো হয়, গতকাল সন্ধ্যায় বিজেপি প্রার্থী মানস সাহা যিনি ভোট পরবর্তী হিংসার স্বীকার, তাঁর মরদেহ নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে কালীঘাটে গিয়ে বিক্ষোভ মিছিল করে বিজেপি | তাদের কথায়, সমস্ত করোনা বিধি মেনে শান্তিপূর্ণ ভাবেই এই মিছিল করছিল গেরুয়া শিবির | কিন্তু হঠাৎই সেখানে একদল পুলিশ উপস্থিত হন, যাদের নেতৃত্ব দিচ্ছিলেন সাউথের ডিসি| পুলিশ এসে মিছিল ভঙ্গ করার চেষ্টা চালায় | প্রতিবাদ জানাতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাস্তার উপর বসে পড়লে তাঁকেও টেনে সেখান থেকে সরানো হয় | শুধু তাই নয় মহিলাদের সঙ্গেও বচসায় জড়ান ডিসি| সেখানে কোনও মহিলা পুলিশ উপস্থিত ছিল না বলে দাবী বিজেপির| ডিসি সাউথ আকাশ মাঘারিয়া ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের হাত ধরে টেনে তাঁকে সরানোর চেষ্টা করেন বলে অভিযোগ | এই ঘটনার প্রত্যক্ষ প্রমাণও রয়েছে বলে দাবী গেরুয়া শিবিরের | প্রশাসনিক দায়িত্বে থাকা এক ব্যক্তির এই ধরণের আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল ও তাঁর দল| এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় | বিজেপির দাবী, এমন ঘটনা ঘটিয়ে ডিসি সাউথ আইপিসি ধারা অনুযায়ী ভারতীয় আইনের ১৬৬য়া, ৩৩৪, ৩৫৪, ৩৩৬, ৩৩৯, ৩৪৯, ৩৫০, ৩৫১, ৩৫৪, ও ৩৫৪(এ) (বি) ধারাকে লঙ্ঘন করেছেন| এই কারণে তাঁর বিরুদ্ধে কমিশনে নালিশ জানিয়ে চিঠি দিয়েছে বিজেপির প্রতিনিধি দল |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *