প্রসেনজিৎ ধর :- প্রজাতন্ত্র দিবসে উল্টো করে জাতীয় পতাকা উত্তোলন করে বসলেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ফলত এই কাজের পর আবারো একবার তিনি সমস্যার মুখে পড়লেন। মঙ্গলবার প্রজাতন্ত্র দিবসের সকালে তারাপীঠে পুজো দেওয়ার পর দিলীপ গিয়েছিলেন বীরভূম জেলার রামপুরহাটের দলীয় কার্যালয়ে। আর এই ঘটনার পরেই সমস্যার মুখে পড়েন দিলীপ ঘোষ। অবশ্য ভুল বুঝতে পেরে তড়িঘড়ি নিজেদের ভুলও শুধরে নেন বিজেপির সদস্যরা। তখনই উলটো পতাকা সোজা করে দেওয়া হয়। কিন্তু এই কাজের ফলে অস্বস্তির মুখে পড়েছেন দিলীপ ঘোষ। তিনি জানান, “এটা একটা খুবই অস্বস্তিকর ঘটনা। পতাকা তোলার আগে তো পরীক্ষা করে দেখিনি। কিন্তু পতাকা তোলার সঙ্গে সঙ্গেই বিষয়টা আমার চোখে পড়ে। তখন নিজেই হাত লাগাই। তার পর সঠিক ভাবে জাতীয় পতাকা তুলি। যাঁরা ওই দায়িত্বে ছিলেন, তাঁদের পরে বলেছি,এমন ভুল যেন আর কখনও না হয়”|
Hindustan TV Bangla Bengali News Portal