প্রসেনজিৎ ধর :- একুশের নির্বাচনের আগে একাধিক তৃণমূল নেতা বেসুরো।হাওড়ার রাজীব ব্যানার্জি,বৈশালী ডালমিয়া থেকে হুগলির উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল।কয়েকদিন আগেই প্রবীর ঘোষাল স্থানীয় একটি রাস্তা নিয়ে পঞ্চায়েত প্রধানের সাথে তর্জায় জড়িয়ে পড়েন।গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরশুরার সভায় না গিয়ে প্রকাশে বিদ্রোহ করেন প্রবীর ঘোষাল।আজ কোন্নগড়ে নিজের বাসভবনের সামনে সাংবাদিক সম্মেলন করে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।প্রবীর বাবু বলেন পিকে এসে দলের কোনো লাভ হয় নি বরং দলের গোষ্ঠীদ্বন্দ্ব বেড়েছে।দলের অনুষ্ঠানে ডাক পায় না।স্থানীয় হীরালাল পাল কলেজের অনুষ্ঠানে ডাক পায় নি।এছাড়া আমার সুপারিশ করার পরেও উত্তরপাড়া প্যারি মোহন কলেজের কাজ হয় নি।মুখ্যমন্ত্রী বলার পরেও কাজ হয় নি।তাই দলের সব পদ থেকে সরে দাঁড়ালাম।