দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এবার বিজেপির নবনিযুক্ত রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নিরাপত্তা| শনিবার থেকেই বাড়তি নিরাপত্তা পাবেন সুকান্তবাবু | এমনই জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে | তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকবেন মোট ৩৫ জন নিরাপত্তারক্ষী বলে খবর | গত সোমবার রাজ্য বিজেপির সভাপতি নিযুক্ত হন সুকান্তবাবু | তারপরই তাঁর নিরাপত্তা বাড়ানোর আলোচনা শুরু হয় | বালুরঘাটের সাংসদ হিসাবে এতদিন ওয়াই শ্রেণির নিরাপত্তা পেতেন তিনি | এবার থেকে জেড শ্রেণির নিরাপত্তা পাবেন রাজ্য বিজেপি সভাপতি | রাজ্য বিজেপি সভাপতির দায়িত্ব কাঁধে নিয়েই ভোট প্রচারে নেমে পড়েছেন সুকান্ত মজুমদার | ভবানীপুরের প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের হয়ে বাড়ি বাড়ি প্রচার করছেন | বিভিন্ন জায়গায় বাধার মুখেও পড়ছেন | সম্প্রতি পুলিশি বাধার মুখে পড়তে হয়েছে সুকান্তবাবুকে | এবার সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতিকে জেড ক্যাটেগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র | জানা গিয়েছে, আজ অর্থাৎ শনিবার থেকেই নিরাপত্তা পাচ্ছেন তিনি| মোট ৩৫ জন থাকবেন সুকান্ত মজুমদারের নিরাপত্তার দায়িত্বে। তবে এক একসময়ে থাকবেন ১৫ জন করে | নিয়ম অনুযায়ী, সাংসদ হিসেবে আগে ওয়াই প্লাস ক্যাটেগরির সুরক্ষা পেতেন সুকান্ত|প্রসঙ্গত, প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল নভেম্বরে | ফলত ওই পদে নতুন কে আসবেন, তা নিয়ে জল্পনা চলছিলই | এইসবের মধ্যে ১৪ সেপ্টেম্বর বিজেপির রাজ্য সভাপতি পদে নতুন নাম হিসাবে সুকান্ত মজুমদারের নাম ঘোষণা করে বিজেপি |