Breaking News

‘প্রধানমন্ত্রী বিদেশ চলে গেলেন, হিংসে করে হিন্দু মহিলাকে রোমে যেতে দিলেন না’রোমে যাওয়ার অনুমতি না পেয়ে মোদিকে তোপ মমতার!

দেবরীনা মণ্ডল সাহা :- তাঁর রোম সফরের অনুমতি না দেওয়ায় কেন্দ্রের মোদী সরকারকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| শনিবার তিনি বলেন, কেন্দ্রের এই সিদ্ধান্তে শান্তি সম্মেলনে হিন্দু ধর্মের কোনও প্রতিনিধিত্ব রইল না | একই সঙ্গে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে তিনি বলেছেন, ‘কেন যেতে দেওয়া হল না আমাকে? আমাকে যেতে না দিয়ে বেআইনি কাজ করেছে কেন্দ্রীয় সরকার | দেশের সম্মান জড়িত ছিল এই সফরের সঙ্গে | অনেক বিশিষ্টজনেদের সঙ্গে আমাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল শান্তি সম্মেলনে | ইতালি থেকে বিশেষ অনুমোদনও পাওয়া গিয়েছিল| তা সত্ত্বেও অনুমোদন দিল না কেন্দ্র|’আগামী ৬ ও ৭ অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইতালিতে যাওয়ার কর্মসূচী ছিল | কিন্তু মমতার যাত্রায় বাধ সাধল মোদি সরকার | শুক্রবার রাতে এদেশের বিদেশমন্ত্রকের তরফে রাজ্য সরকারকে এক লাইনের এক চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়, রোমের যে কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য যে আমন্ত্রণ পেয়েছেন মুখ্যমন্ত্রী, সেখানে অংশ নেওয়া সামঞ্জস্যপূর্ণ নয় | আর এই কারণেই কেন্দ্রের ওপর চূড়ান্ত ভাবে ক্ষুব্ধ হন তৃণমূল সুপ্রিমো |এদিন মমতা প্রধানমন্ত্রীকে আক্রমণ শানিয়ে বলেন, ‘এখনও পর্যন্ত ভারতের কোভ্যাক্সিনকে অনুমোদন দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা | তা সত্ত্বেও প্রধানমন্ত্রীর মার্কিন সফরে কোনও সমস্যা হল না | কোভ্যাকসিন নিয়ে কেউ যদি কোথাও না যেতে পারে, তাহলে বিশেষ অনুমতি নিয়ে কী ভাবে প্রধানমন্ত্রী মার্কিন সফরে গেলেন? কত ছাত্রছাত্রী, শিল্পপতিরা যেতে পারেননি কাজের জন্য | দেশের প্রয়োজনে জরুরি অনুমোদন মিলেছে | প্রধানমন্ত্রী যেতেই পারেন। গুরুত্বপূর্ণ বিষয় | কিন্তু, আমাকেও তো বিশেষ অনুমোদন দিয়েছিল ইতালি | এর সঙ্গে দেশের সম্মান জড়িত ছিল | আমি যেখানেই যাব সেখানেই বাধা | আর আপনাদের লোক খালি এদিক-ওদিক ঘুরে বেড়াবে | তখন তো কেউ কিছু বলে না|যেই শান্তির কথা উঠল ওমনি আমার যাওয়া বন্ধ করে দিল | আমি ঘুরতে যাচ্ছিলাম না বিদেশে | আমার অতো আগ্রহ নেই | কিন্তু, রোমে গেলে তা দেশের জন্য গর্বের হত | হিন্দু ধর্মের জন্য যদি এত উদারতা তাহলে আমি একজন হিন্দু মহিলা, আমাকেই বারবার আটকে দেওয়া হয় কেন?’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *