নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর :- ঘূর্ণিঝড় ‘গুলাব’ আছড়ে পড়ার আগেই মর্মান্তিক খবর সামনে এল |ঝুঁকি এড়াতে দিঘা ও পার্শ্ববর্তী এলাকার সমুদ্র সৈকতে নেমে স্নান করায় নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন | এই পরিস্থিতিতে পর্যটকদের সরানোর নির্দেশিকাও জারি হয় | কিন্তু তবুও ঠেকানো গেল না দুর্ঘটনা | মধ্যমগ্রাম থেকে বেড়াতে যাওয়া দুই পর্যটক তালসারি সৈকতে তলিয়ে গেলেন | প্রশাসন সূত্রে খবর, উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে দুই যুবক নিখোঁজ হয়েছেন | ঘূর্ণিঝড় গুলাবের জেরে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কায় শনিবার থেকে সৈকতস্নানে নিষেধাজ্ঞা জারি করেছে পূর্ব মেদিনীপুর প্রশাসন | সেই নিষেধাজ্ঞা অমান্য করে রবিবার দুপুরে দিঘা লাগোয়া ওড়িশার তালসারি সৈকতে চলে যান অনেকে | সেখানে ছিল না তেমন কোনও পাহারা| প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মত্ত অবস্থায় সমুদ্রে নেমেছিলেন অভ্রদীপ বাগাড়িয়া (২২) ও দেবর্ষি সিংহ (২৩) নামে ওই ২ যুবক | তবে সমুদ্র থেকে আর উঠে আসেননি তাঁরা | এরপর দিঘা থানায় বিষয়টি জানানো হয়|| দেহের হদিশ পেশে ওড়িশা ও পশ্চিমবঙ্গের সৈকতে শুরু হয়েছে নজরদারি | ওদিকে মঙ্গলবার পর্যন্ত সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা থাকায় পর্যটকদের দিঘা ছাড়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন | প্রশাসনের নির্দেশে মন খারাপ প্রায় সমস্ত পর্যটকের | তবে নিরাপত্তার কথা ভেবে প্রশাসনের সিদ্ধান্ত মেনে নিচ্ছেন তাঁরা|