Breaking News

‘১৪৪ ধারা ওঠার ২৪ ঘণ্টার মধ্যে ত্রিপুরা যাব’,ভবানীপুরের প্রচার সভা থেকে হুঁশিয়ারি অভিষেক বন্দোপাধ্যায়ের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-৩০ সেপ্টেম্বর ভবানীপুর আসনে উপনির্বাচন | তার আগে রবিবার পদ্মপুকুরের নির্বাচনী সভা থেকে একাধিক ইস্যুতে বিজেপিকে তুলোধোনা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় | এদিনের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি যাতে ত্রিপুরা ঢুকতে না পারি তাই ১৪৪ ধারা জারি করেছে| দেশের সব থেকে বড় দলের কেন এত ভয়? ১৪৪ ধারা তুললে ২৪ ঘণ্টার মধ্যে আমি ত্রিপুরায় যাব|” অভিষেকের আরও অভিযোগ, যাদের ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গিয়েছিল, তাঁরা এখন দিল্লিতে গিয়ে অমিত শাহ-মোদির পাশে বসে আছে | অথচ, তাঁকে হেনস্থা করা হচ্ছে| এরপরই, হুঁশিয়ারি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ক্যামেরার সামনে বলছি ইডি-সিবিআই আমার কাঁচকলা করবে| কত নোটিশ পাঠাবে? পাঠান |”এরপরেই বিজেপি প্রসঙ্গে অভিষেকের মত, “ওদের উন্নয়ন নিয়ে কোনও কথা নেই | ওরা শুধু ধর্ম নিয়ে রাজনীতি করে | বিধানসভা ভোটের আগে বহিরগত নেতাদের পাঠাচ্ছিলেন | তাতে কোনও লাভ হয়নি, মুখ থুবড়ে পড়েছে | এবার এজেন্সি পাঠাচ্ছে | আমাকে ৫ টা চিঠি পাঠিয়েছে | ৫০০ পাঠালেও লাভ নেই | কাগজ শেষ হয়ে যাবে | আমাকে ডাকা হয়েছিল | টানা নয় ঘণ্টা তাঁদের প্রশ্নের লিখিত উত্তর দিয়েছি |”এদিন রাজ্য বিজেপির নেতাদেরও আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | দিলীপ ঘোষকে খোঁচা দিয়ে বলেন, “এক বিজেপি নেতা যে গরুর দুধে সোনা পেতেন, তাঁর দিন শেষ | নতুন যিনি এসেছেন, তিনি নাটক করছেন | ওরা ভারতীয় জনতা পার্টি নয়, যাত্রা পার্টি | আমাদের কাটছাঁটগুলো নিয়ে ওরা ভাল থাকুন |”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *