Breaking News

ঘূর্ণিঝড়ের নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে স্নান,উদ্ধার মধ্যমগ্রামের যুবকের দেহ, হদিশ মেলেনি অপরজনের!

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর :-সমুদ্রে নামার নিষেধাজ্ঞা অমান্য করে তালসারি স্নানে নেমেছিল কয়েকজন | স্নানে নেমে জলে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়েছিল দুই জন পর্যটক | এবার সেই নিখোঁজ হওয়া এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ | যদিও এখনও আরও একজন পর্যটক নিখোঁজ রয়েছে | তলিয়ে যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার হল নিখোঁজ পর্যটকের দেহ | জানা গিয়েছে, সোমবার সকালে তালসারি মেরিন থানা এলাকায় নিখোঁজ পর্যটক যুবক অভ্রদীপ আচার্য (২২) মৃতদেহ উদ্ধার করে পুলিশ | নিখোঁজ দুই যুবক অভ্রদীপ আচার্য ও দিবস সিং মধ্যমগ্রামের বাসিন্দা | তবে আরও একজন পর্যটক এখনও নিখোঁজ রয়েছে | মৃতদেহটি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় বলে উড়িষ্যা পুলিশ সূত্রে জানা গিয়েছে | প্রসঙ্গত, সমুদ্রে নামার নিষেধাজ্ঞা অমান্য করে স্নান করতে গিয়ে জলে তলিয়ে নিখোঁজ হয়েছিল মধ্যমগ্রামের দুই যুবক | পরিবার সূত্রের খবর, শনিবার ভোরে মধ্যমগ্রাম থেকে আট জন পর্যটকের দল দিঘাতে বেড়াতে গেছিল | সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা থাকায় ওল্ড দিঘা ছেড়ে উড়িষ্যা তালসারিতে সমুদ্র স্নানে নামেন পর্যটকরা| আচমকাই দু’জন পর্যটক নিখোঁজ হয়ে যায় | ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হয় | সোমবার সকালে পর্যটক যুবকের মৃতদেহ উদ্ধার হয় | পরে মৃতদেহ শনাক্ত করেন বন্ধুরা | প্রসঙ্গত, বঙ্গোপসাগরে উৎপন্ন ঘূর্ণিঝড়ের জন্যে গতকাল থেকেই দিঘা ও তার পার্শ্ববর্তী সমুদ্রসৈকতে পর্যটকদের সমুদ্রের নামতে নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন | জানা যায়, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে দীঘা সমুদ্র সৈকতে নামতে না পেরে এই পর্যটকের দল উড়িষ্যা উপকূলের তালসারি সমুদ্র সৈকতে স্নান করতে নামে | এরপর রবিবার সন্ধ্যার ঠিক আগে ওই পর্যটক দলের দুই যুবক সমুদ্রে তলিয়ে নিখোঁজ হয়ে যায় | দিঘা উপকূলে জারি হয়েছে হলুদ সতর্কতা| ২৮ এবং ২৯ তারিখ জারি করা হয়েছে কমলা সতর্কতা | এই অবস্থায় দিঘায় সমস্ত হোটেল থেকে পর্যটকদের সরানোর নির্দেশ দিয়েছে প্রশাসন | সোমবারের মধ্যেই দিঘা ছাড়তে হবে পর্যটকদের | ৩০ সেপ্টেম্বর দিঘার হোটেল থাকবে পর্যটকশূন্য |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *