Breaking News

আইকোর চিটফান্ড মামলায় এবার মদন মিত্রকে সিবিআই তলব,সিবিআই দফতরে মদন মিত্র,সমন পাঠানো হল মদন পুত্রকেও!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-রাজ্যের দুই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মানস ভুঁইয়ার পর এবার তৃণমূল বিধায়ক মদন মিত্রকে তলব করল সিবিআই | আইকোর মামলায় সিজিও কমপ্লেক্সে রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে ডেকে পাঠানো হয়েছে | মঙ্গলবার হাজিরা দিতে বলা হয়েছে মদন-পুত্র স্বরূপ মিত্রকে | সোমবার সকাল ১১ টা ২০ মিনিটেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে পৌঁছেছেন মদন মিত্র বলে সূত্রের খবর| আর মঙ্গলবার ছেলে স্বরূপকে তলব করেছে সিবিআই | আইকোর মামলায় অর্থ লেনদেন নিয়ে তাঁদের প্রশ্ন করা হতে পারে | সংস্থায় তাঁদের ভূমিকা কী ছিল, সেই বিষয়েও জানতে চাইতে পারেন তদন্তকারীরা | তবে সিবিআই তলব নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি মদন মিত্র বা তাঁর ছেলের তরফে | ভুয়ো অর্থলগ্নি সংস্থা মামলার তদন্ত করছে সিবিআই। এই সূত্রেই চলতি মাসে শিল্প সদনে গিয়ে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা | আইকোর কাণ্ডে সিবিআই-য়ের সংস্থার হাতে একটি ভিডিয়ো ফুটেজ এসেছে | যেখানে দেখা গিয়েছে,সংস্থার কর্ণধার অনুকূল মাইতির সঙ্গে একটি অনুষ্ঠান মঞ্চে হাজির রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় জানা গিয়েছে, মন্ত্রীর সঙ্গে ওই সংস্থার যোগ নিয়েই জানতে চেয়েছেন গোয়েন্দারা | এছাড়া, পার্থবাবুর পৃষ্ঠপোষকতায় চলা দক্ষিণ কলকাতার একটি নামী পুজোর আইকোর যে চাঁদা দিয়েছিল তা নিয়েও মন্ত্রীকে প্রশ্ন করা হয় |
এছাড়া, জিজ্ঞাসাবাদ করা হয়েছে রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইয়াকেও | খাদ্য ভবনে গিয়ে তাঁকে জেরা করে সিবিআই গোয়েন্দারা |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *