তৃণ্ময় বেরা,ঝাড়গ্রাম :- ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের ছত্রী গ্রাম পঞ্চায়েতটি এতদিন বিজেপির দখলে ছিল | তবে কয়েকদিন আগে বিজেপি পরিচালিত ছত্রী গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে অনাস্থা আনে তৃণমূল কংগ্রেস| অনাস্থা ভোটে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে | প্রশাসনের নির্দেশ মেনে সোমবার প্রধান ও উপপ্রধান নির্বাচন অনুষ্ঠিত হয়| বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেসের অচিন্ত্য মাহাতো প্রধান পদে ও রাসমনি সরেন উপপ্রধান পদে নির্বাচিত হয় | প্রধান ও উপপ্রধান নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা প্রধান ও উপপ্রধানকে সবুজ আবির মাখিয়ে ফুলের মালা পরিয়ে আনন্দে মেতে ওঠে | প্রধান ও উপপ্রধান নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছিল|
কিন্তু কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি | প্রধান ও উপপ্রধান নির্বাচনের পর তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান গোপীবল্লভপুরের বিধায়ক তথা চিকিৎসক খগেন্দ্র নাথ মাহাতো| তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের ঝাড়্গ্রাম জেলা সভাপতি মহাশিস মাহাতো ও সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমলাকান্ত রাউত সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ | বিধায়ক খগেন্দ্র নাথ মাহাতো বলেন এই গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন থমকে ছিল| বন্ধ থাকা উন্নয়নের কাজ এবার শুরু হবে | এলাকার মানুষ যাতে গ্রামপঞ্চায়েতের মাধ্যমে পরিষেবা পায় সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে | এমনকি তিনি নব নির্বাচিত প্রধান ও উপপ্রধানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মানুষের জন্য কাজ করার আহ্বান জানান |