Breaking News

কয়লা পাচারকাণ্ডে প্রথম গ্রেফতারি, সিবিআইয়ের জালে ৪,ধৃতরা লালা ঘনিষ্ঠ ব্যবসায়ী!

নিজস্ব সংবাদদাতা :-এবার কয়লা পাচার কাণ্ডে প্রথম গ্রেফতারি সিবিআইয়ের | কয়লা পাচারকাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা এখনও অধরা | তবে তাঁর বাড়ি ও শ্বশুরবাড়ি ও অফিসে বারবার হানা দিয়ে সিবিআইয়ের হাতে এসেছে একাধিক সূত্র| সেই সূত্র ধরেই সোমবার লালা ঘনিষ্ঠ চার ব্যবসায়ীকে গ্রেফতার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা | ধৃতদের নাম নারায়ণ নন্দ, গুরুপদ মাঝি, নিরোদ মণ্ডল ও জয়দেব মণ্ডল | সোমবার কলকাতা, আসানসোল ও বাঁকুড়ার একাধিক এলাকায় হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা | সেখান থেকেই চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর | ধৃতদের আজই কলকাতায় নিয়ে আসা হচ্ছে বলে সূত্রের খবর | প্রসঙ্গত, পুরলিয়ার বাসিন্দা গুরুপদ মাজি লালার ব্য়বসার অংশীদার | বাঁকুড়ার মেজিয়ায় তাঁর স্টিল ফ্যাক্টরি রয়েছে | সেখানে আগেই হানা দিয়েছিল সিবিআই | সেখান থেকে তাঁদের হাতে আসে গুরুত্বপূর্ণ নথি | আসানসোলের বাসিন্দা জয়দেব মণ্ডলও লালার অত্যন্ত ঘনিষ্ঠ | বাম আমলে কোলিয়ারি এলাকায় কয়লা পাচারের গোটা সাম্রাজ্য ছিল জয়দেব মণ্ডলের হাতে| তবে সরকার পরিবর্তন হওয়ায় তাঁর রাজ্যপাট কিছুটা কমে যায় | জয়দেবকে ২০১১ সালে কলকাতার নিউ মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স | বর্তমানে জামিনে মুক্ত সে| বাকি দু’জন ধৃতও অনুপ মাজির খুব ঘনিষ্ঠ ব্যবসায়ী | তাঁদের জেরা করে আরও তথ্য পাওয়া যাবে বলে মনে করছেন সিবিআই আধিকারিকরা |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *