তৃণ্ময় বেরা, ঝাড়গ্রাম :- আগামী ৩০ শে সেপ্টেম্বর হাইভোল্টেজ ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন | ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | সোমবার নির্বাচনী প্রচার শেষ হয়েছে | আর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপুল মার্জিন জয়ের ব্যবধান প্রার্থনা করে সোমবার ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের রামেশ্বর মন্দিরে পুজো ও নয়াগ্রামের তপোবন বাল্মিকী মুনির আশ্রমে পুজো ও যজ্ঞ করল তৃণমূল কংগ্রেস | তৃণমূল কংগ্রেসের ঝাড়্গ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমন সাহুর উদ্যোগে ওই যজ্ঞের আয়োজন করা হয় | ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমন সাহু, নয়াগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি রমেশ রাউত সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা |
তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমন সাহু বলেন দল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে যাতে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে তাই প্রার্থনা করে রামেশ্বর মন্দিরে পুজো ও তপোবন বাল্মিকী মুনির আশ্রমে পুজো ও যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়| তিনি আরও বলেন আমরা রামেশ্বর মন্দিরে শিব ঠাকুরের কাছে প্রার্থনা করেছি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাতে লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়লাভ করেন | ভোটের রেজাল্ট কি হয় তার জন্যে অপেক্ষা করতে হবে ৩ রা অক্টোবর পর্যন্ত |