নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই তোপ দাগলেন বাবুল সুপ্রিয় | এদিন বাবুল বলেন, “আমার মনে হয়, প্রধানমন্ত্রী বাঙালিদের পছন্দ করেন না | তাই গত ৭ বছরে বাংলা থেকে একজনও পূর্ণমন্ত্রী হননি |”সম্প্রতি বাবুল সুপ্রিয় গেরুয়া শিবির ছেড়ে জোড়া ফুলে এসেছেন | তবে তিনি সাংসদ পদে ইস্তফা দিতে নয়াদিল্লি গিয়েছিলেন বলে খবর | নয়াদিল্লি থেকে ফিরে বুধবার হাওড়া স্টেশনে তিনি বলেন, ‘মানুষের জন্যে কাজ করাটাই আসল ব্যাপার | সেখানে আমার যেটা মনে হয়েছে আমি সেটাই করেছি | মমতা দিদির নেতৃত্বে কাজ করতে পেরে ভালোই লাগছে|’ এরপর তাঁকে প্রশ্ন করা হয় এতদিনের সম্পর্ক শেষ করে নতুন ইনিংস শুরু কারণটা কী? জবাবে বাবুল সুপ্রিয় বিস্ফোরক মন্তব্য করেন | তিনি বলেন, ‘আমার সাত বছরে নয়াদিল্লি সফরে মনে হয়েছে প্রধানমন্ত্রী বাংলা থেকে যাঁরা নির্বাচিত হয়েছেন তাঁদের উপর ভরসা করতে পারছেন না | তাই ক্যাবিনেট মন্ত্রী তো ছেড়েই দিলাম, একক দায়িত্ব পর্যন্ত দেওয়া হচ্ছে না | এখানে আমি শুধু আমার কথা বলছি না | এসএস আলুওয়ালিয়ার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে |’তাঁর এহেন মন্তব্যে পালটা প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্য বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার | তাঁর কথায়,”মন্ত্রিত্ব না পেয়ে তো দল ছেড়েছেন | তখন মত-পথ সব এক ছিল | সবটাই ভাল লাগছিল | এখন তো অন্য কথা বলবেন-ই। | উনি আসলে কিছুই জানেন না | দলটাই তৈরি করেছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় | সেই দলে বাঙালি বিদ্বেষ নিয়ে প্রশ্ন তোলা অনুচিত|”অন্যদিকে ভবানীপুরে উপনির্বাচন বিষয়ে বাবুলের প্রতিক্রিয়া, ‘ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিশ্চিত | ভবানীপুরে কাউকে প্রচার করতে লাগে না | যেখানে দিদি দাঁড়িয়েছেন সেখানে জয় তো আসবেই |’