প্রসেনজিৎ ধর,কলকাতা :- মঙ্গলবার সন্ধ্যা থেকেই শুরু হওয়া বৃষ্টি বুধবারও অব্যাহত | আর তার জেরে কলকাতায় আবারও ভেঙে পড়ল পুরনো বাড়ি | ১০ নম্বর আহিরীটোলা স্ট্রিটে একটি পুরনো বাড়ির সাতসকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে|ধ্বংসস্তুপ থেকে একে একে উদ্ধার করা হয়েছিল ৯ জনকে। এদের মধ্যে এক দুবছরের শিশু এবং বৃদ্ধার অবস্থা আশঙ্কাজনক ছিল | পরে ওই দুজনই মারা গিয়েছে | তাঁরা সম্পর্কে ঠাকুরমা এবং নাতনি | মৃত শিশু কন্যার বয়স তিন বছর এবং তাঁর ঠাকুরমার বয়স ৫২ বছর | ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল এবং পুলিশকর্মীরাও খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছয় | যুদ্ধকালীন তৎপরতায় চলে উদ্ধারকাজ | বুধবার সকালে বাড়িটি ভেঙে পড়লেও বহুক্ষণ পর্যন্ত ওই শিশু ও বৃদ্ধাকে উদ্ধার করা সম্ভব হয়নি |
পরে পুলিশ, দমকল ও এনডিআরএফ দল গ্যাস কাটারের সাহায্যে কিছুটা কংক্রিট কেটে উদ্ধার করা হয়েছিল ওই তিনবছরের শিশুকন্যা ও তাঁর ঠাকুমাকে | কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশুটিকে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে বেলা ১২টা নাগাদ মৃত্যু হয় তাঁর | অপরদিকে আরজি কর হাসপাতালে মৃত্যু হয় বৃদ্ধার | জানা যাচ্ছে, এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন একই পরিবারের আরও ৩ জন | উদ্ধার হওয়া বাসিন্দাদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা | ঘটনাস্থলে পৌঁছান মন্ত্রী সুজিত বসু এবং শশী পাঞ্জা | স্থানীয়রা জানান, দোতলা ওই বাড়িটি দীর্ঘদিনের পুরনো | দীর্ঘদিন তাতে কোনও সংস্কারও হয়নি | তবে পুরনো ওই বাড়িতে কয়েকটি পরিবার থাকে | ভোর রাতে স্থানীয়রা হুড়মুড়িয়ে কিছু ভেঙে পড়ার শব্দ পান | বৃষ্টির সকালে তাঁরা প্রথমে তাতে আমল দেননি | স্থানীয় দোকানদাররা বিষয়টি দেখতে পান| পরে তাঁদের চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা |