দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- তৃণমূলে যোগ দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো | তার আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন ফালেইরো | এদিন লুইজিনহো ছাড়াও তৃণমূলে যোগ দেন আরও বেশ কয়েক জন | ছিলেন গোয়ার পরিচিত মুখ প্রাক্তন আইপিএস অফিসার লাভো মামলেদার | তিনি আগে মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সক্রিয় সদস্য ছিলেন| সাহিত্য একাডেমি পুরস্কার পাওয়া শিবদাস সোনু নায়েক, গোয়ার পরিবেশকর্মী রাজেন্দ্র শিবজি কাকোদকার, দক্ষিণ গোয়ার অ্য্যাডভোকেট অ্যাসোশিয়েশনের প্রেসিডেন্ট অ্যান্তনিও মন্তেইরো কলভিস.ডি.কোসতা, যুব কংগ্রেসের প্রাক্তন প্রেসিডেন্ট রবীন্দ্রনাথ ফালেইরো, গোয়া প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক বিজয় বাসুদেব-সহ আরও অনেকেই তৃণমূলে যোগ দিলেন এদিন |ফালেইরো গোয়ার ৭ বারের বিধায়ক ও ২ বারের মুখ্যমন্ত্রী | আজ তৃণমূলে যোগদান অনুষ্ঠানে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন লুইজিনহো ফালেইরো |এদিন তৃণমূলে যোগ দিয়ে তিনি বলেন, ‘বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেছি | তৃণমূল কংগ্রেসে যোগদান করে আমি খুশি | ২ দিন আগে আমি কংগ্রেস বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছি |’এদিন সবাইকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান তৃণমূল নেতৃত্ব | দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদ সৌগত রায় এবং রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং অন্যরা | কংগ্রেসের সঙ্গে ৪০ বছরের সম্পর্ক ছিন্ন করে এ দিন তৃণমূলে যোগ দিয়ে লুইজিনহো বলেন,“মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ে শরিক হতে পেরে আমি খুশি| বিজেপিকে হারাতেই আমার তৃণমূলে যোগদান |”কংগ্রেসের হয়ে ত্রিপুরা-সহ উত্তর পূর্বের বিভিন্ন রাজ্যে পর্যবেক্ষকের দায়িত্বও সামলেছেন ফালেইরো | সোমবার কংগ্রেসের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তিনি |