Breaking News

নম্বর বিভ্রাটের জের!বিতর্কের মুখে পড়ে ভুল মেধাতালিকা সরাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়

নিজস্ব সংবাদদাতা, বীরভূম :- বিতর্কের জেরে এম.এড কোর্সের প্রবশিকা পরীক্ষার মেধাতালিকা সরাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় | পরীক্ষা হয়েছিল ১০০ নম্বরের | সেই ১০০ নম্বরের পরীক্ষায় কেউ পেয়েছেন ১৯৬, আবার কেউ পেয়েছন ১৫১ | যা নিয়ে মঙ্গলবার ফের বিতর্কের মুখে পড়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ | যার জেরেই বুধবার ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয় সেই তালিকা | এদিন বিশ্বভারতী তরফে জানানো হয়, দ্রুতই সংশোধিতা মেধাতালিকা প্রকাশ করা হবে | মঙ্গলবার বিনয় ভবন থেকে এম.এডের প্রবেশিকা পরীক্ষা মেধাতালিকা প্রকাশিত হলে দেখা যায়, ১০০ নম্বরের পরীক্ষায় কারোর প্রাপ্ত নম্বর ১৯৬, আবার কারোর ১৫১ | যা দেখে রীতিমতো চক্ষুচড়কগাছ হয়ে যায় পরীক্ষার্থীদের | এই নম্বর বিভ্রাট মেধাতালিকা প্রকাশে কারচুপির ফল কিনা তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করে |একি সত্যিই নম্বর বিভ্রাট নাকি মেধাতালিকা প্রকাশে কারচুপি করতে গিয়েই এই গরমিল? বিষয়টি নিয়ে ছাত্রছাত্রীরা যতই চর্চা শুরু করুক, ওইদিন বিশ্বভারতী কর্তৃপক্ষ এনিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি |সেই বিতর্কের মুখে পড়েই এবার ড্যামেজ কন্ট্রোলে নামল বিশ্বভারতী কর্তৃপক্ষ | বুধবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে ওই ভুল মেধাতালিকা | সঙ্গে মাত্র একলাইনের নোটিস দিয়ে জানানো হয়েছে, দ্রুত এম.এডের প্রবেশিকা পরীক্ষার নতুন মেধাতালিকা প্রকাশ করা হবে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *