দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাত পোহালেই তিন কেন্দ্রে নির্বাচন | তার মধ্যে রয়েছে কলকাতা পুরসভা এলাকার ভবানীপুর বিধানসভা কেন্দ্র | যেখানে প্রার্থী হয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়| বুধবার এই বর্ষণমুখর পরিস্থিতি দেখে নবান্নে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| সেখানে গোটা পরিস্থিতি মোকাবিলায় যা করা উচিত সেটাই করতে নির্দেশ দিয়েছেন তিনি বলে খবর | জেলাশাসকদের কাছ থেকে চাওয়া হয়েছে সমস্ত রিপোর্ট |সেই রিপোর্টের উপর ভিত্তি করে বিভিন্ন দফতরকে সমন্বয় করে কাজ করতে বলেছেন তিনি | সেখানে উপস্থিত ছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা-সহ শীর্ষ আধিকারিকরা | দীর্ঘ কয়েকঘণ্টা চলে বৈঠক | দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হওয়ায় সেসব জেলা থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী| দক্ষিণবঙ্গের কোন জেলার পরিস্থিতি ঠিক কেমন, সেদিকে কড়া নজর রাখা হয়েছে | জেলাশাসকদের কাছ থেকে চাওয়া হয়েছে সমস্ত রিপোর্ট | আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃহস্পতিবার থেকে দুর্যোগ পরিস্থিতির উন্নতি হবে | দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি | উত্তরবঙ্গে অবশ্য নতুন করে বৃষ্টি শুরু হবে | ভোট এবং দুর্যোগ দুটি বিষয়ের দিকেই নজর রাখছেন প্রশাসনিক আধিকারিকরা | নির্বাচনী এলাকাগুলিতে দ্রুত জল সরানোর কাজ চলছে | কলকাতাতেও রাতভর কন্ট্রোল রুমে থেকে পরিস্থিতি নজরে রেখেছেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস | সব সময় পাম্প থাকবে জলমগ্ন এলাকাগুলিতে, জল বের করার জন্য| বিপর্যয় মোকাবিলা দফতর এবং সিভিল ডিফেন্স ডিপার্টমেন্ট দুটি নৌকারও ব্যবস্থা রাখছে | তিন ফুটের উপর জল জমলে এই নৌকাগুলি ব্যবহার করা হবে | পাশাপাশি আলাদা করে উদ্ধারকার্যের জন্য পরিবহণ ব্যবস্থাও মজুত করে রাখা হচ্ছে | সিএসসিকেও নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনওভাবে ইলেকট্রিক সংক্রান্ত কোনও সমস্যা না হয় |