Breaking News

মদনের পাড়ায় বাগযুদ্ধে জড়ালেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল,বিজেপি প্রার্থীর করা ১২৬ নম্বর বুথ জ্যামের অভিযোগ ওড়ালেন ফিরহাদ হাকিম!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ১২৬ নম্বর বুথে বাগযুদ্ধে জড়ালেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল| প্রসঙ্গত, ১২৬ নম্বর বুথটি মদন মিত্রের পাড়া হিসেবে পরিচিত | সেখানেই বুথ জ্যামের অভিযোগ আনেন প্রিয়াঙ্কা | এদিকে বিজেপি অভিযোগ করলেও নির্বাচন কমিশন এই প্রেক্ষিতে জানিয়ে দেয় যে কোথাও কোনও রিগিং হয়নি | তবে মক ভোট শুরু হতে দেরি হওয়ার কথা স্বীকার করা হয় নির্বাচন কমিশনের তরফে |
এদিকে ১২৬ নম্বর বুথ জ্যামের অভিযোগ নিয়ে প্রিয়াঙ্কার অভিযোগ উড়িয়ে দেন ফিরহাদ হাকিম| ১২৬ নম্বর বুথে গিয়ে মদন মিত্রের দিকে আঙুল তুলে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল অভিযোগ করেন, ‘মদন মিত্র ইচ্ছাকৃতভাবে ভোটিং মেশিনটি বন্ধ করে দিয়েছেন কারণ তিনি বুথটি দখল করতে চান|’ তিনি অভিযোগ করেন ভোটগ্রহণ রুখতে তৃণমূল আবাসনের গেটে তালা লাগানো হয়েছে | তবে তিনি বলেন, ‘আমি মানুষকে বার বার অনুরোধ করছি ভয় না পেতে | তাঁদের বলেছি নামুন (বহুতল থেকে) আর ভোট দিন | আমি সবটাই মানুষের উপর ছেড়ে দিয়েছি| যদি মানুষ চায় তা হলে দেখবেন, যা নন্দীগ্রামে হয়েছে, তা ভবানীপুরেও হবে |’ পাল্টা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেন, ‘হেরে যাওয়ার ভয়ে এসব বাহানা তৈরি করা|’ একই সঙ্গে ফিরহাদ হাকিম বলেন, “মানুষের ভোটদানে উৎসাহ রয়েছে | সকাল থেকেই লাইনে মানুষের ভালই ভিড় দেখা যাচ্ছে | আবহাওয়া ভাল হয়ে গিয়েছে | আশা করছি মানুষ নির্বিঘ্নেই ভোট দেবেন | যদি না বিজেপি উত্তেজনা ছড়ানোর চেষ্টা করে|”অন্যদিকে প্রিয়াঙ্কা টিবরেওয়ালের বক্তব্য আমরা সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছি | নিরাপত্তা মোতায়েন খুবই গুরুত্বপূর্ণ | আমি আজ এলাকার ভোটকেন্দ্র পরিদর্শন করব| রাজ্য সরকার এখন আতঙ্কের মধ্যে রয়েছে |’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *