নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ :- মোটের উপর বেশ শান্তিপূর্ণভাবে চলছে ভোট | তবে ধূলিয়ান পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর তথা তৃণমূলের কো অর্ডিনেটের হাবিবুর রহমান ওরফে জোহরকে লাথি মারার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে | এই ঘটনায় বৃহস্পতিবার তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় ওই এলাকায় | ওই বিদায়ী কাউন্সিলর দক্ষিণ গাজীনগর প্রাইমারি স্কুলের ৩০ এবং ৩৩ নম্বর বুথে গিয়েছিলেন |বৃদ্ধ কাউন্সিলরের দাবি, তিনি শুধু ভোটারদের কথা মতো মাস্ক দিতে গিয়েছিলেন তাঁদের | অভিযোগ, সেই সময়ে তাঁকে পিছন থেকে এসে লাথি মারেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বলে অভিযোগ | সাদা পাঞ্জাবীতে জুতোর দাগ ধরা পড়ে ক্যামেরায় | অন্যদিকে তৃণমূল কর্মীদের অভিযোগ, নির্বাচনের ঠিক আগের দিন অর্থাৎ বুধবার রাত দুটো নাগাদ সমসেরগঞ্জের তৃণমূল পঞ্চায়েত কর্মী জিয়াউর রহমানের বাড়িতে হামলা হয় বলে অভিযোগ| তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে, কংগ্রেস প্রার্থী জয়দুর রহমান এবং অনরুল হক একদল দুষ্কৃতী নিয়ে এসে হামলা করে ওই তৃণমূল কর্মীর বাড়িতে | ভাঙচুর করা হয় ওই তৃণমূল কর্মীর বাড়িতে বলে অভিযোগ | দুষ্কৃতীদের কাছে লাঠি, রড এবং আগ্নেয়াস্ত্র ছিল তা দিয়েই চালানো হয় হামলা | যদিও শান্তি বজায় রাখতে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে | আর ঠিক তারপর দিনই বিদায়ী কাউন্সিলরকে লাথি মারার ঘটনায় স্বাভাবিক ভাবেই ছড়িয়েছে চাঞ্চল্য | ইতিমধ্যেই কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে সামসেরগঞ্জ থানায় এফআইআর করেছেন তৃণমূল কর্মী | এই ঘটনায় মুর্শিদাবাদ জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষকে আটক করল সামশেরগঞ্জ থানার পুলিশ |