নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা :- আত্মঘাতী প্রেমিক | আর ক্ষোভে প্রেমিকাকে গাছে বেঁধে মারধর করল উত্তেজিত জনতা| কেটে নেওয়া হল চুল বলে অভিযোগ | নৃশংস এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার গাইঘাটায় | এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায় | স্থানীয়দের দাবি, এলাকার এক বধূর সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল মৃত সুজয় মজুমদারের (২৬) | এমনকি তা নিয়ে অশান্তিও হয়েছে| সব কিছু উপেক্ষা করে প্রায় ৭ বছর ধরে চলছিল তাঁদের সম্পর্ক | বৃহস্পতিবার ভোরে আচমকা ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন সুজয় বলে জানা গেছে | সকালে এলাকাবাসীরা দেখেন রেলগেট এলাকায় লাইনের পাশে পড়ে রয়েছে দেহ | খবর যায় যুবকের বাড়িতে | এরপরই স্থানীয়দের ক্ষোভ গিয়ে পড়ে মৃতের প্রেমিকার উপর | বাড়ি থেকে বধূকে জোর করে তুলে নিয়ে আসে উত্তেজিত জনতা |তাঁদের অভিযোগ, একাধিক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল বধূর | পাড়ার মোড়ের একটি গাছে বেঁধে ফেলা হয় ওই মহিলাকে | এরপর চলে বেধড়ক মার | জুতো মালা পরানো হয় ওই বধূকে| কেটে নেওয়া হয় চুল |ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায় | খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী | তাঁরাই উদ্ধার করে ওই মহিলাকে | পুলিশ জানিয়েছে, রেল লাইনে এক যুবকের দেহ উদ্ধার হয়েছে | দেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তে পাঠানো হয়েছে |প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আত্মহত্যা করেছেন ওই যুবক | কিন্তু প্রেমিকার সঙ্গে অশান্তির জেরেই এই ঘটনা কি না তা খতিয়ে দেখবে পুলিশ|