নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ :- ভোটগ্রহণ চলাকালীনই তৃণমূলে যোগদানের ইঙ্গিত দিলেন সামসেরগঞ্জের কংগ্রেস প্রার্থী জইদুর রহমান | বৃহস্পতিবার দুপুরে তিনি বলেন, ভোটে জিতলে মানুষের স্বার্থে তৃণমূলে যোগ দিতে পারেন তিনি |সামসেরগঞ্জের কংগ্রেস প্রার্থী জইদুর রহমান স্থানীয় সাংসদ খলিলুর রহমানের দাদা | ভাইয়ের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো বলে জানিয়ে তিনি বলেন, ‘রাজনীতি অন্য জায়গায়|| কিন্তু মানুষের স্বার্থে তৃণমূলেও যেতে রাজি | আমার লড়াই কোনও দলের বিরুদ্ধে নয় | কাটমানি আর তোলাবাজির বিরুদ্ধে |’ এমনিতেই ভোটের ময়দানে নামতে রাজি ছিলেন না মুর্শিদাবাদের সামশেরগঞ্জের প্রার্থী জইদুর রহমান বলে খবর | কিন্তু শেষে দলের চাপে বাধ্য হয়েই প্রচারে নামেন ও ভোটে লড়ছেন জইদুর রহমান | প্রসঙ্গত, সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক ওরফে মন্টু বিশ্বাসের করোনায় মৃত্যুতে ওই কেন্দ্রে ভোটগ্রহণ পিছিয়ে যায় | ভোটের দিন ঠিক হয়েছিল ১৪ মে | কিন্তু ইদ থাকায় ও করোনার বাড়বড়ন্ত থাকায় সেই ভোটের দিন পিছিয়ে দেওয়া হয় | অবশেষে ঠিক হয় ৩০ সেপ্টেম্বর হবে, বৃহস্পতিবার সেই ভোটগ্রহণ পর্ব চলে | এবার ভোটের দিনে কংগ্রেসের প্রার্থী হয়েই তৃণমূলে যাওয়ার কথা বলে জল্পনা বাড়ালেন জইদুর |