প্রসেনজিৎ ধর, কলকাতা :- বেআইনি অর্থলগ্নি সংস্থা আইকোর মামলায় এবার সিবিআই দফতরে হাজিরা দিলেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় | বৃহস্পতিবার সকালে সিবিআই দফতরে আসেন শোভন, তাঁর সঙ্গে ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও |আজ প্রায় তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে |এদিন সিবিআই দফতর থেকে বেরিয়ে তিনি জানান, কোনও অভিযোগ নেই তাঁর বিরুদ্ধে | সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে | তিনি যখন মেয়র ছিলেন তখন কলকাতার ঐতিহ্যবাহী ‘উত্তম মঞ্চ’ বিক্রি হয় আইকোরের কাছে|| কিন্তু সেটায় বাধা দেওয়া হয়েছিল এবং আইকোরকে সেই টাকা ফেরত দেওয়া হয় | এই বিষয় নিয়ে আজ তিনি তদন্তকারীদের মুখোমুখি হয়েছিলেন | জানা গিয়েছে, হাজরা মোড়ে অবস্থিত উত্তম মঞ্চকে মাল্টিস্টোরেজ ও উন্নতমানের ইন্ডোর স্টেডিয়ামে পরিণত করার জন্য কিনে নেয় চিটফান্ড সংস্থা আইকোর | পরবর্তীতে সেই উত্তম মঞ্চ ফের নিজেদের হাতে নেয় কলকাতা পুরসভা| অর্থের বিনিময়ে আইকোরের কাছ থেকে সেই মঞ্চ কেনে, তখন পুরসভার মেয়র ছিলেন শোভন চট্ট্যোপাধ্যায় | তাই এই বিষয়ে বিশদ জানতেই ডেকে পাঠানো হয়েছিল শোভনবাবুকে | তিনি বলেন, ‘তদন্তকারীদের কিছু জানার ছিল | তাই আমাকে ডাকা হয়েছিল | আমি পূর্ণ সহযোগিতা করেছি | উত্তম মঞ্চ নিয়ে যা যা প্রশ্ন আমাকে করা হয়েছিল আমি তার সব উত্তর দিয়েছি |আইকোর মামলায় এর আগে রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া ও পার্থ চট্ট্যোপাধ্যায়কে জেরা করেছে সিবিআই |