নিজস্ব সংবাদদাতা :- ৩০ তারিখের পর ১০ লক্ষ কিউসেকেরও বেশি জল ছেড়েছে ডিভিসি, এমনটাই দাবি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপ্য়াধ্যায় বলেন, ‘এটা ম্যান মেড ক্রাইম |’ তিনি আরও বললেন, “যেভাবে জল ছাড়া হচ্ছে তা মারাত্মক অপরাধ | ডিভিসির এই পদক্ষেপ ক্রিমিনাল অফেন্স |” ডিভিসির আচরণ নিয়ে ফের প্রধানমন্ত্রীকে চিঠি লিখবেন বলেও জানালেন মুখ্যমন্ত্রী | শনিবার আকাশপথে রাজ্যের বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী| হেঁটে ঘুরে দেখেন আরামবাগের পরিস্থিতি | পাশে থাকার বার্তা দেন তিনি | গ্রাউন্ড রিপোর্ট নিয়ে ফিরে নবান্নে সচিবদের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় | তারপরই সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় সরকার এবং ডিভিসিকে তোপ দাগেন তিনি | তাঁর কথায়, “এটা ম্যান মেড বন্যা | এত বৃষ্টি হয়েছে আমরা তা সামলে নিয়েছিলাম| কিন্তু এটা ক্রমাগত জল ছাড়ার জন্য হয়েছে |” রাজ্যে প্রচুর বৃষ্টি হয়েছে | সেই পরিস্থিতি সামলে নেওয়া গিয়েছে বলে জানিয়েছেন মমতা | তাঁর কথায়, “আমরা ৫০০ কোটি টাকার চেকড্যাম বানিয়েছি | প্রচুর পুকুর কেটেছি | তাই জল ধরে রাখতে পেরেছিলাম|”জুলাইয়ে বন্যার জন্যও ডিভিসিকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী | বলেন, ‘প্রতিবার এমনটা হতে পারে না| আমি কড়া ভাষায় ধিক্কার জানাই। ডিভিসি তাদের জলাধারগুলি ড্রেজিং করুক | এ নিয়ে কেন্দ্রের উচিত মাস্টারপ্ল্যান তৈরি করা | আমি আগেও প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি | আবারও দেব | প্রধানমন্ত্রীকে আমার অনুরোধ, এই বিষয়টি নিয়ে সিরিয়াসলি ভাবুন |’