Breaking News

উৎসব মরশুম শেষেই পুরভোট বাংলায়! নবান্নে ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর

প্রসেনজিৎ ধর,কলকাতা :- চলতি বছরের শেষেই হতে পারে সেই পুরভোট, শনিবার এমনই ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| এদিন তিনি বলেন, “অক্টোবরের শেষে উপনির্বাচন মিটলে অন্যান্য ভোটের ব্যবস্থাও তো করতে হবে |” তাঁর এহেন মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল | ২০২০ সালে পুরনির্বাচন হওয়ার কথা থাকলেও করোনার কোপে তা হয়ে ওঠেনি | এখন রাজ্যের করোনার পরিস্থিতি অনেকটাই ভাল | বিধানসভা ভোটও মিটে গিয়েছে | বাকি রয়েছে রাজ্যের শতাধিক পুরসভার নির্বাচন | আর সেই পুরনির্বাচন নিয়েই এদিন গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | বুঝিয়ে দিলেন উৎসব মরশুমের পরেই বাংলায় ফের ভোটের বাদ্যি বাজতে পারে | এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, ‘আমার একটা অনুরোধ থাকবে, উৎসবের দিনগুলিতে যেন আমরা উপনির্বাচনের প্রচার না করি | এই নির্বাচনগুলি হয়ে গেলে আমাদের পরবর্তী অনেক নির্বাচন আছে, সেগুলিও হবে |’ এখন প্রশ্ন উঠেছে মুখ্যমন্ত্রী পরবর্তী নির্বাচন বলতে কোন নির্বাচনের ইঙ্গিত দিয়েছেন?পুরভোট করানো কবে সম্ভব তা নিয়ে গত বছর সেপ্টেম্বরে রাজ্য নির্বাচন কমিশনের কাছে জানতেও চেয়েছিল সুপ্রিম কোর্ট| তারপর রাজ্যে আট দফায় বিধানসভা ভোট হয়েছে | নতুন সরকার গঠনের পর কেটে গিয়েছে চার মাস | কিন্তু পুরভোট নিয়ে সরকারের তরফে কোনও কথাই বলা হয়নি | এই অভিযোগে বার বার সরব হচ্ছেন বিরোধীরা | অবশেষে বহু প্রতীক্ষিত পুরনির্বাচনের ইঙ্গিত পাওয়া গেল মুখ্যমন্ত্রীর গলায় |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *