প্রসেনজিৎ ধর, কলকাতা :- বাংলা সহ দেশের চোখ আটকে ভবানীপুরে | ভবানীপুর নির্বাচনের ভোটগণনায় এদিন সকাল থেকেই কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে শুরু হয়েছে |গণনাকেন্দ্রে থেকে জানা গিয়েছে, প্রথম রাউন্ডে পোস্ট্যাল ব্যালেটের গণনা শেষে মুখ্যমন্ত্রী তাঁর নিকটতম বিজেপি প্রার্থীর থেকে ২৮০০ ভোটে এগিয়ে যান | তৃণমূল শিবিরের আশা সময় যত গড়াবে, ভোট গণনা যত শেষের দিকে এগোবে ততই বাড়বে বিরোধী পক্ষের সঙ্গে মুখ্যমন্ত্রীর জয়ের ব্যবধান|এদিন সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনার কাজ | ত্রিস্তরীয় নিরাপত্তার ঘেরাটোপে এদিন সকাল থেকেই চলছে সেই গণনার কাজ | পঞ্চদশ রাউন্ডের গণনা শেষে ভবানীপুরে প্রায় ৪০ হাজার ভোটে এগিয়ে গেলেন মমতা | পঞ্চদশ রাউন্ড শেষে মুখ্যমন্ত্রীর প্রাপ্ত ভোট ৫৮ হাজার ৫০৩ | প্রিয়াঙ্কা পেয়েছেন ১৮ হাজার ৮৪৬ ভোট | ১৭ রাউন্ড গণনা শেষে ৪৫ হাজার ৭৩৮ বেশি ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় | বাকি মাত্র চার রাউন্ড। মমতা কি নিজের রেকর্ড ভাঙবেন? রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম এদিন জানিয়েছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে প্রায় ৫০ হাজার ভোটের ব্যবধানে জয়ী হবেন | শুধুই ভবানীপুর নয়, মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জ ও জঙ্গিপুরেও জয়ী হবে তৃণমূল |’