নিজস্ব সংবাদদাতা, বীরভূম :- ভবানীপুর উপনির্বাচনে রেকর্ড ভোটে মুখ্যমন্ত্রীর জয়লাভের পর ভবানীপুরে বিজেপির পরাজয় নিয়ে কটাক্ষ করলেন বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল| তারপরই অনুব্রত সরাসরি পদ্ম শিবিরকে ‘ছাগল বিড়ালের দল’ বলে কটাক্ষ করলেন | রবিবার অনুব্রত সাংবাদিক বৈঠক করে বলেন, ‘ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন না তো অন্য কেউ জিতবেন? বিজেপি একটা ছাগল-বিড়ালের দল | আমি বলেছিলাম ৬০ থেকে ৭০ হাজার ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন | বিজেপিকে জিজ্ঞেস করা উচিত, তারা কী করবে | তারা ঘরে ঢুকে বসে থাকবে,না ছাগলের মতো চরে চরে বেড়াবে|’ এখানেই থামেননি দিদির ‘কেষ্ট’ | আরও একধাপ সুর চড়িয়ে তিনি বলেন, “লোকে দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছে আর বিজেপি কী করেছে | একটা ছাগল-বিড়ালের দলের সঙ্গে কি দিদির তুলনা হয়!নন্দীগ্রামে কেস চলছে | সেখানে আবার গণনা হলে দেখা যাবে সেখানেও মমতা ৫০ থেকে ৬০ হাজার ভোটে জিতবেন | এখন শুধু সময়ের অপেক্ষা |’ অনুব্রতের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে |