Breaking News

পুজোর আগে করোনা-স্বস্তি, কমল সংক্রমণ,সংক্রমণের শীর্ষে দুই জেলা!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- রবিবারে বেশ কিছুটা কমল দৈনিক করোনা সংক্রমণ | শনিবারে অনেকটাই বৃদ্ধি পেয়েছিল একদিনে কোভিড আক্রান্তের সংখ্যা | সেই তুলনায় বেশ কিছুটা কমেছে সংক্রমণ| রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে ৭০১ জন | রবিবার এই সংখ্যা ছিল ৭৬১ জন | শুক্রবার আক্রান্ত হয়েছিলেন ৭০৮ জন | গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭০১ জন | নতুন করে করোনার জেরে মৃত্যু হয়েছে ১০ জনের | পাশাপাশি গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৬৮৪ জন | রাজ্যে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৭১ হাজার ২৪০ জন | এর মধ্যে অবশ্য সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৪৪ হাজার ৮২৮ জন| রাজ্যে মোট করোনার জেরে মৃত্যু হয়েছে ১৮ হাজার ৮২৫ জনের |

রাজ্যের অন্য জেলার নিরিখে এদিনও সংক্রমণ বেশি কলকাতাতেই | আগের দিনের মতোই সংক্রমণের তালিকায় এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগণা | গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ১৪৫ জন | একই সময়ের মধ্যে উত্তর ২৪ পরগণায় করোনা আক্রান্ত হয়েছেন ১১৬ জন | বাকি সব জেলাতেই সংক্রমণ ১০০-এর নীচে | অন্যদিকে রাজ্যেও বাড়ানো হয়েছে কোভিড বিধিনিষেধ | বাংলায় ৩০ অক্টোবর পর্যন্ত কোভিড সংক্রান্ত বিধিনিষেধ বজায় থাকছে | রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত বজায় থাকবে নিষেধাজ্ঞা | তবে পুজোর ক্ষেত্রে বিধিনিষেধে ছাড় দেওয়া হয়েছে | ১০ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হয়েছে রাজ্যে | পুজোর কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *