নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান :-এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার কামালপুর গ্রামে | সোমবার কামালপুর খালপাড়া এলাকায় বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে একটি গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় রিনা বেগম (২৮) নামে ওই বধূকে ঝুলতে দেখেন প্রতিবেশীরা | পুলিশ এসে দেহ উদ্ধার করে |দেহটি উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ | গৃহবধূর বাপের বাড়ি সূত্রে জানা গিয়েছে, সাত বছর আগে কামালপুর গ্রামের খালপাড়া এলাকায় শেখ আলমগিরের সঙ্গে বিয়ে হয় রিনার | এমনকি দু’টি সন্তানও রয়েছে তাদের | বাপের বাড়ির লোকের অভিযোগ, তাদের বিয়ের পর থেকেই বধূকে শ্বশুরবাড়ির লোকেরা শারীরিক ও মানসিক নির্যাতন করত বলে অভিযোগ তাঁদের| অত্যাচার সহ্য করতে না পারলে মাঝে মাঝেই রীনা বাঁকুড়ায় বাপের বাড়িতে চলে যেতেন বলে জানিয়েছেন তাঁরা | মৃতের পরিজনদের দাবি, রিনাকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে| এই ঘটনায় গৃহবধূর স্বামী সহ শ্বশুরবাড়ির পাঁচজন সদস্য নামে খণ্ডঘোষ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃত বধূর বাবা | সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ খণ্ডঘোষ থানার পুলিশ অভিযুক্ত স্বামী শেখ আলমগির ও শ্বশুর শেখ হাকিমকে আটক করেছে |