তৃণ্ময় বেরা, ঝাড়গ্রাম :- রাজ্য সরকারের জনপ্রিয় দুয়ারে সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ এবার থিম হয়ে উঠে ঝাড়গ্রামে পুজো মণ্ডপে | ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের বিরিহাঁণ্ডী উদীয়মান তরুণ সংঘের দুর্গাপুজো এবছর ষষ্ঠ তম বর্ষে পদার্পণ করেছে | থিম পুজোর জন্য বিরিহাঁণ্ডী ঝাড়গ্রাম জেলার ক্ষেত্রে অন্যতম | প্রতি বছর তারা থিম পুজোর আয়োজন করে |তাদের এইবছর এর পুজোর থিম ‘লক্ষ্মীর ভাণ্ডার’ | এই পুজো কমিটির পক্ষে জগদীশ মাহাতো বলেন রাজ্য সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পটি গোটা রাজ্য জুড়ে ব্যাপক সাড়া পড়েছে |
মহিলারা লাইন দিয়ে লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদনপত্র জমা দিয়েছে | এই প্রকল্পটির গুরুত্ব অনেক | তাই সবদিক বিবেচনা করে পুজোর থিম করা হয়েছে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ | আমাদের উদ্দেশ্য এই প্রকল্প নিয়ে মহিলাদের উৎসাহিত করা এবং মানুষের কাছে তুলে ধরা | করোনা পরিস্থিতির জন্য প্রশাসনের নির্দেশ মেনে দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে | পুজোর কয়েকদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে তিনি জানান | তবে পুজো মন্ডপে আসা সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে | বিরিহাঁণ্ডী সার্বজনীন দুর্গা পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে | বৃষ্টি মাথায় নিয়ে মন্ডপ তৈরির কাজ করছেন শিল্পীরা | একসময় মাওবাদীদের রাজধানী বলা হত ঝাড়গ্রাম ব্লকের বিরিহাঁণ্ডীকে । কিষানজি-সহ ‘মোস্ট ওয়ান্টেড’ মাওবাদী নেতাদের অবাধ যাতায়াত ছিল জঙ্গলঘেরা এই বিরিহাঁণ্ডী গ্রামে | শান্তি ফিরে আসার পরেই এলাকার যুবকরা স্থানীয় গ্রামের মানুষজন যাতে নিজেদের এলাকায় পুজো উপভোগ করতে পারেন | ২০১৬ সাল থেকে বিরিহাঁণ্ডী সর্বজনীন পুজো কমিটি নানা অভিনব থিম বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে জেলাবাসীকে |