নিজস্ব সংবাদদাতা:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লখনউ সফরের আগে মঙ্গলবার সকালে সনিয়া-তনয়া প্রিয়ঙ্কার একটি ভিডিয়ো ঘিরে তোলপাড় জাতীয় রাজনীতি | ভিডিয়োটি মাত্র ২৫ সেকেন্ডের | সীতাপুর গেস্ট হাউসে থেকে তিনি ওই ভিডিয়োটি নিজের টুইটার অ্যাকন্টে পোস্ট করেন | সেই ভিডিও বার্তায় তিনি মোদীকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন লখিমপুর কাণ্ড নিয়ে | সোমবারই গৃহবন্দি করা হয় প্রিয়াঙ্কাকে | তাঁকে লখিমপুরে যেতে দেয়নি উত্তরপ্রদেশ প্রশাসন | এদিন লখিমপুরের সেই ভয়াবহ কাণ্ডের ভিডিও দেখিয়ে তিনি মোদীকে প্রশ্ন করেন, “প্রধানমন্ত্রীজি আপনি কি এই ভিডিওটা দেখেছেন?” ক্যামেরার সামনে তিনি নিজের মোবাইল ফোনটি ধরেন| তাতে দেখা যাচ্ছিল, কীভাবে একটি এসইউভি গাড়ি কিছু মানুষকে পিষে দিচ্ছে | তিনি আরও প্রশ্ন করেছেন, “এখনও কেন এই মানুষটিকে গ্রেফতার করা গেল না! আমাদের মতো নেতা-নেত্রীকে লখিমপুর খেরিতে যেতে আটকানো হল| কোনও এফআইআর ছাড়া গৃহবন্দি করা হল | তাহলে কেন এই লোকটা এখনও ছাড়া রয়েছে, আমি জানতে চাই |”দুর্ঘটনাটি ঘটে রবিবার উত্তরপ্রদেশের লখিমপুর খেরি অঞ্চলে | জানা গিয়েছে, রবিবার সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল | একই অনুষ্ঠানে থাকার কথা ছিল উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যের | উপমুখ্যমন্ত্রীকে আনতে তাঁর কনভয় নিয়ে যাচ্ছিলেন ছেলে | ওই রাস্তাতেই কৃষকেরা আগে থেকেই ধর্না-বিক্ষোভ চালিয়ে যাচ্ছিল | সূত্রের খবর, উপমুখ্য়মন্ত্রীর কনভয় সেই বিক্ষোভ সমাবেশে ঢুকে পড়ে | কনভয়ের চাকায় পিষ্ট হন আন্দোলনরত দুই কৃষক |