প্রসেনজিৎ ধর, কলকাতা :-সিপিএমের যুব সংগঠনের নতুন রাজ্য সম্পাদক হলেন মীনাক্ষী মুখোপাধ্যায় | ডিওয়াইএফআইয়ের ৫০ বছরের রাজনৈতিক যাত্রাপথে রাজ্য সম্পাদক পদে মহিলা মুখ এই প্রথম | রায়গঞ্জে সোমবার ডিওয়াইএফআইয়ের ১৯তম রাজ্য সম্মেলন শেষ হয়েছে | সেখানেই পশ্চিম বর্ধমানের মীনাক্ষীকে রাজ্য সম্পাদকের দায়িত্ব দেওয়ার পাশাপাশি রাজ্য সভাপতি পদে আনা হয়েছে মুর্শিদাবাদের ধ্রুবজ্যোতি সাহাকে | যুবদের মুখপত্রের দায়িত্বে রয়েছেন কলতান দাশগুপ্তই | কোষাধ্যক্ষ হয়েছেন অপূর্ব প্রামাণিক | সংগঠনের রাজ্য সম্পাদকমণ্ডলীর ২৫ জনের মধ্যে নতুন মুখ ১৪ জন| একুশের নির্বাচনের পরাজয়ের পর হতাশ হননি| বরং লড়াকু মেজাজে তারপরও তাঁকে দেখা গিয়েছিল চর্চিত নন্দীগ্রামে | তিনি সিপিআইএম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় | সিপিএমের তরুণ মুখ এবং নন্দীগ্রামে মমতা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হিসেবে নজরে আসা মীনাক্ষী যুব সংগঠনের রাজ্য সভানেত্রী পদে ছিলেন | আগামী চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তিনি প্রচার করবেন | তিনি এখন নতুন প্রজন্মকে কাছে টানার প্রচারের মুখ | তাই তাঁর দায়িত্ব বৃদ্ধি করা হল | সিপিএমের যুব সংগঠনের নতুন রাজ্য সম্পাদক হলেন তিনি | মীনাক্ষী মুখোপাধ্যায় পুজোর পর সব কেন্দ্রে প্রচারে ঝাঁপিয়ে পড়বেন বলে দলীয় সূত্রে খবর|