প্রসেনজিৎ ধর :- প্রজাতন্ত্র দিবসের সন্ধ্যায় বেলেঘাটায় রোড শো থেকে বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, “দিল্লিতে দেখেছি কি নক্কারজনক ঘটনা ঘটেছে| দিল্লিতে যারা কৃষক আন্দোলনের নাম করে আজ আমাদের এত বড় অপমান করেছে তাদের বিরুদ্ধে আমাদের একটাই বার্তা ভারত মাতা কী জয়।”
এদিন প্রায় একই জায়গায় তৃণমূলের আরেকটি অনুষ্ঠান প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন,তৃণমূল নিজের সবকিছু হারিয়েছে | এখন বিজেপির অনুষ্ঠান চুরি করেছেন বলেও এদিন হুঁশিয়ারি দেন বিজেপি নেত্রী | এদিন তিনি আরও বলেন “কৃষক আন্দোলনের নামে আমাদের জাতীয় পতাকাকে যারা অপমান করল তাদের উদ্দেশ্যে বলতে চাই ‘শেম শেম| এদিনের বিজেপির মিছিল থেকে জয় শ্রী রাম স্লোগানও ওঠে | মঙ্গলবার বেলেঘাটার বিল্ডিং মোড় থেকে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল করে গেরুয়া শিবির | এই মিছিলে জনসমাগম ছিল চোখে পড়ার মতো |
Hindustan TV Bangla Bengali News Portal