Breaking News

রাজ্যে বহু ছেলে মেয়ে আছেন পড়াশোনা করেও চাকরি পাচ্ছে না মিথ্যাশ্রী দিদির সেই দিকে নজর নেই,মমতাকে কটাক্ষ ভারতীর

প্রসেনজিৎ ধর :- আসন্ন ভোট এগিয়ে আসতেই বাংলার শাসক শিবিরকে প্রতিদিনই নতুন চালে মাত দিচ্ছে বিজেপি। কখনো দলে আসছে নতুন কেউ, তো কখনো কঠিন হচ্ছে ভোট স্ট্রাটেজি। ঠিক তেমনই এদিন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের সভা থেকে ভারতী ঘোষ ফের আক্রমণের সুরে তোপ দাগল তৃণমূলকে।

এদিন তিনি জানান, “গত তেইশে জানুয়ারী মমতা বন্দ্যোপাধ্যায় মোদীর সভায় জানান বক্তব্য রাখাকালীন বিজেপির সদস্যরা জয় শ্রীরাম ধ্বনি তোলেন, তা অপমানজনক। তাহলে এক্ষেত্রে বাকস্বাধীনতা রইল কোথায়?” একাধিক বক্তব্যে এদিন জননেত্রীকে কটাক্ষ করে তিনি মমতা সরকারকে ফের ধোকাবাজ বলে তোপ দাগেন। আমফানের টাকা থেকে চাল চুরি নিয়ে কথা বলার পাশাপাশি এদিন তিনি আবারো স্বাস্থ্যসাথী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নেন। কিছুদিন আগেই রাজ্যের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বেশ কয়েকটি ঘটনা প্রকাশ্যে এসেছিল, এদিন সেই ঘটনা আবারো জনসমক্ষে তুলে ধরেন ভারতী ঘোষ। জানান, “আমাদের রাজ্যে বহু ছেলেমেয়ে রয়েছেন তারা পড়াশোনা করেও চাকরি পাচ্ছে না। কিন্তু সেইদিকে সরকারের নজর নেই”।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *