নিজস্ব সংবাদদাতা, বীরভূম :- বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রইল বিতর্কের কেন্দ্রেই | এবার নয়া বিতর্ক যোগ করলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল | এবার সেখানের ছাত্রছাত্রীরা নেশা করছেন বলে অনুব্রত অভিযোগ তুললেন বিশ্বভারতীর বিরুদ্ধে |মঙ্গলবার বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে কলেজ বিশ্ববিদ্যালয় অধ্যাপকদের এক সম্মেলনে বক্তব্য রাখছিলেন অনুব্রত মণ্ডল | সেখানে তিনি বলেন, ‘মেয়েকে বিশ্বভারতীতে ভর্তি করতে চেয়েছিলাম | কিন্তু পারিনি| তবে এখন গুরুতর অভিযোগ পাচ্ছি বিশ্বভারতীর বিরুদ্ধে | বিশ্বভারতীতে প্রচুর নেশাখোর হয়ে গিয়েছে | পাতা নাকি বলে, সেসব খাচ্ছে ছেলে-মেয়েরা | দুর্ভাগ্য আমাদের | রবীন্দ্রনাথ বেঁচে থাকলে মনে হয় সুইসাইড করতেন |’সেখানে উপস্থিত ছিলেন বোলপুরের বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পদপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বোলপুরের বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপক-সহ অন্যান্যরা | আমন্ত্রিত ছিলেন অনুব্রত মণ্ডলও | সেখানেই বেফাঁস মন্তব্য করে বসেন তৃণমূল নেতা | রবীন্দ্রনাথকে নিয়ে তৃণমূল নেতার এদিনের মন্তব্যের তীব্র নিন্দা করেছেন বিজেপি নেতারা | জয়প্রকাশ মজুমদার বলেন, “দীর্ঘদিন ধরে বিশ্বভারতীতে উনি অশান্তি তৈরি করছেন | বাম ছাত্ররা তালা ভাঙছেন, অনুব্রতবাবু তাতে সমর্থন করছেন | রবীন্দ্রনাথ ঠাকুরই জানেন, তিনি হলে কী করতেন | তবে বলব, সমাজ অবক্ষয়ের মুখে | চাকরি নেই বলেই যুবক-যুবতীরা বিপথে যাচ্ছেন | সরকার দায়িত্ববান হলেই পরিস্থিতি আয়ত্তে আসবে |”এই মন্তব্য করার পর তা দাবানলের মতো ছড়িয়ে পড়েছে | অধ্যাপকদের একাংশ মুখে কিছু না বললেও প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন | ছাত্রছাত্রীরাও এই কথায় ফুঁসতে শুরু করেছেন |