নিজস্ব সংবাদদাতা :- ঢাকে কাঠি পড়ল বলে, অপেক্ষা হাতে গোনা মাত্র কয়েকটা দিনের | কোভিডের জেরে উৎসব উদযাপনে লাগাম টানতে বাধ্য হলেও পুজোর প্রস্তুতি প্রায় শেষের পথে | এবারও ক্লাব ও পুজো কমিটিগুলিকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার | এজন্য এবছর ২০১ কোটি ৯১ লক্ষ টাকা বরাদ্দ করছে রাজ্য অর্থ দফতর | তবে এবার চেক বিতরণের ক্ষেত্রে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে| কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব এই চেক প্রদানের অনুষ্ঠানে হাজির থাকতে পারবেন না | গোটা বিষয়টি পুলিশের তরফে নিয়ন্ত্রণ করা হবে | কমিউনিটি পুলিশিংয়ের অঙ্গ হিসাবে অনুদান তুলে দেওয়া হবে পুজো কমিটিগুলির হাতে | সূত্রের খবর, মোট ৪০,৩৮২টি ক্লাব, দুর্গাপুজো কমিটির হাতে অনুদান তুলে দেওয়া হবে | সূত্রের খবর, এবার ৩৭,৩৮২টি ক্লাব ও পুজো কমিটি রাজ্য পুলিশের আওতায় পড়েছে | সেখানে মোট ১৮৬ কোটি ৯১ লক্ষ টাকা অনুদান হিসাবে তুলে দেওয়া হবে | অন্যদিকে ৩০০০টি পুজো কমিটি ও ক্লাব কলকাতা পুলিশের আওতায় রয়েছে | কলকাতা পুলিশ বণ্টন করবে ১৫ কোটি টাকা |যদিও পুজোর পরেই উপনির্বাচন রয়েছে রাজ্যের ৪টি বিধানসভা আসনে | বিধানসভাগুলি হল দিনহাটা, শান্তিপুর, খড়দহ , গোসাবা | ফলত নদিয়া, কোচবিহার, দক্ষিণ ২৪ পরগণা এবং উত্তর ২৪ পরগণা যেখানে নির্বাচন রয়েছে সেই জেলাগুলিতে মডেল কোড অফ কন্ডাক্টের কথা মাথায় রেখে পুলিশের বদলে সিভিল অ্যাডমিনিস্ট্রশেন, একাউন্ট পে চেক দেবে |