প্রসেনজিৎ ধর, কলকাতা :- এবার বেসুরো বিজেপি নেতা সব্যসাচী দত্ত | লখিমপুরে প্রতিবাদী চার কৃষক-সহ আটজনের মৃত্যু নিয়ে বর্তমানে তোলপাড় দেশ | আর সেই ঘটনা নিয়েই এবার বিজেপির বিরুদ্ধে সরব হলেন বিজেপির নেতা | লখিমপুরের ঘটনা নিয়ে এদিন সব্যসাচী দত্ত বলেন, ‘কার গাড়ি সেটা বড় কথা নয় ,যে ঘটনা ভাইরাল হয়েছে, টিভিতে দেখছি| তা খুব দুঃখজনক ও মর্মান্তিক ঘটনা | যে বা যারাই এটা করে থাকুক কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত এবং তাদের একটাই শাস্তি হওয়া উচিত ফাঁসি | এছাড়া আর কোনও শাস্তি হওয়া উচিত নয় |’এখানেই থামেননি বিজেপি নেতা | লখিমপুরে তৃণমূলের প্রতিনিধি দল যাওয়ায় দিলীপ ঘোষের কটাক্ষ নিয়েও মন্তব্য করেছেন তিনি | যদিও তিনি বলেন, ‘এ বিষয়ে কমেন্ট করার আমার কোনও ভাষা নেই | কৃষকদের পিষে মারা হয়েছে | সেটা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক | তারপরে এই ধরণের মন্তব্য যদি কেউ করে তাহলে সেটা তার চিন্তা ভাবনা, তার অভিপ্রায় | আমি তার সম্বন্ধে কী বলব| তিনি মানুষকে পিষে মারাটা যদি সমর্থন করেন তাহলে বলতে পারব না|’একইসঙ্গে বিজেপির দুর্গাপুজো নিয়েও মন্তব্য করলেন গতবারের অন্যতম উদ্যোক্তা| গতবছর ভোটের মুখে সল্টলেকের ইজেডসিসিতে পুজোর আয়োজন করেছিল বিজেপি | কিন্তু এবছর কি হবে? প্রশ্নের উত্তরে সব্যসাচী বলেন, ‘গতবছর ছিল প্রি-ইলেকশান ম্যানিফেস্টো, এ বার পোস্ট-ইলেকশান ম্যানিফেস্টো |’এদিন একাধিক ইস্যু নিয়ে বিজেপি বিরোধী মন্তব্য আরও একবার সব্যসাচী দত্তের তৃণমূলে ফেরার জল্পনা বাড়িয়ে দিল |