দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-বৃহস্পতিবার সকালে কলকাতার এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালে লিক্যুইড অক্সিজেনের ট্যাঙ্ক লিক করে গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় আতঙ্ক ছড়াল রোগী ও তাঁদের পরিজনদের মধ্যে | ঘটনার জেরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৪টি ইঞ্জিন | এই ঘটনায় কোনও রোগীর ক্ষতি হয়নি বলেই দাবি হাসপাতাল কর্তৃপক্ষের | জানা গিয়েছে, এদিন সকালে এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালের ফ্রেজার ওয়ার্ডের কাছে অক্সিজেন প্লান্ট থেকে গ্যাস লিক হতে থাকায় রোগী ও তাঁদের পরিজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে | হাসপাতাল জুড়ে গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ায় রোগীদের নিয়ে তাঁদের পরিজনেরা কার্যত হুড়োহুড়ি শুরু করে দেন | ওই সময়ে হাসপাতাল কর্তৃপক্ষ রোগী এবং রোগীর পরিজনদের অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন | এরপরেই হাসপাতালে আসে দমকলের ৪টি ইঞ্জিন | বেলা ১০টা নাগাদ হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে| তবে কেন গ্যাস লিক করেছিল তা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ মুখ খুলতে নারাজ | আবার রক্ষণাবেক্ষণকারী সংস্থার দাবি, অক্সিজেন প্লান্টে গ্যাস লিক সংক্রান্ত কোনও খবর পাননি তাঁরা | তবে এদিনের ঘটনায় কোনও রোগীর ক্ষতি হয়নি বলেই দাবি হাসপাতাল কর্তৃপক্ষের|