দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- তৃণমূলে প্রত্যাবর্তন সব্যসাচী দত্ত-র | বিধানসভা ভোটের কিছুদিন আগে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছিলেন তিনি | এদিন বিধানসভায় ঘাসফুল শিবিরে পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিমদের উপস্থিতিতে ‘ঘর ওয়াপসি’ ঘটালেন সব্যসাচী দত্ত| সব্যসাচী দাবি করলেন,‘আবেগতাড়িত’ হয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন | তৃণমূলে ‘প্রত্যাবর্তন’ ঘটিয়ে নতুনভাবে পথ চলা শুরু করলেন | বৃহস্পতিবার বিধায়ক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় শপথগ্রহণের কিছুক্ষণ পরেই বিধানসভায় পার্থ চট্টোপাধ্যায়ের কক্ষে গিয়ে ঘরে ফেরেন বিজেপি নেতা |
ফিরহাদ হাকিম এবং পার্থের থেকে হাতে তৃণমূলের পতাকা তুলে নেন | এমনিতে ২০১৯ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন | তারপর থেকে নিয়মিত তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানাতেন | সবকিছুই ঠিকঠাক চলছিল | কিন্তু গত বিধানসভা ভোটে বিজেপির টিকিটে হারের পর থেকেই ‘পদ্মের’ প্রতি মোহভঙ্গ হতে শুরু করে সব্যসাচীর | সুজিত বসুর কাছে হারতে হয়েছিল। তারপর থেকেই সব্যসাচী তৃণমূলে ফিরতে যান বলে জল্পনা ছড়িয়েছিল | তবে তৃণমূলের একটি অংশ দাবি করেছিল, তাঁকে ফেরানো নিয়ে আপত্তি ছিল সুজিত এবং তাপস চট্টোপাধ্যায়ের | শেষপর্যন্ত অবশ্য বিধাননগরের প্রাক্তন মেয়রকে দলে নেওয়ার ক্ষেত্রে সবুজ সংকেত দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় |তৃণমূলে যোগদান করে সব্যসাচী দত্ত বলেছেন, ‘দলের সঙ্গে মাঝে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল, যা থেকে আবেগতাড়িত হয়ে অন্য দলে গিয়েছিলাম | আজ মমতা বন্দ্যোপাধ্যায় ফের আবার আমাকে দলে গ্রহণ করলেন| বাকিরাও সবাই স্বাগত জানালেন | দল যেভাবে বলবে সেভাবেই আগামী দিনে কাজ করব |’ পাশাপাশি দীর্ঘদিন তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করার বিষয়ও উল্লেখ করেন তিনি |