প্রসেনজিৎ ধর, কলকাতা :- পাঁচ বছরের জন্য মমতা বন্দোপাধ্যায় থাকতে পারবেন তৃতীয় তৃণমূল কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী | বৃহস্পতিবার দুপুরে বিধানসভায় আনুষ্ঠানিকভাবে তাতে সিলমোহর পড়ে গেল | বিধায়ক হিসেবে শপথগ্রহণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | প্রথা মেনে শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল জগদীপ ধনখড় | সেখানে ছিলেন সুব্রত বক্সি, মুকুল রায়, পার্থ চট্টোপাধ্যায়-সহ অন্যান্যরা | তবে এদিনের অনুষ্ঠানে ছিলেন না বিরোধী বিধায়করা |
তৃণমূল নেত্রীর সঙ্গেই এদিন শপথ বাক্য পাঠ করলেন সামশেরগঞ্জ ও জঙ্গিপুর থেকে নির্বাচিত তৃণমূলের দুই বিধায়ক আমিনুল ইসলাম ও জাকির হোসেন | বেনজিরভাবে এদিন শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনখড় | ভবানীপুরে বিপুল ব্যবধানে জয়লাভ করার পর এই নিয়ে তৃতীয়বার বিধায়ক পদে শপথ নিলেন মমতা | কিন্তু মুখ্যমন্ত্রীর বিধায়ক পদে শপথ গ্রহণের এই অনুষ্ঠানকে ‘উপেক্ষা’ করে গেল বিজেপি | সূত্রের খবর, এদিন বিধানসভায় সাকুল্যে ১৩ মিনিটেই সমাপ্ত হয়ে যায় আনুষ্ঠানিক শপথ গ্রহণের অনুষ্ঠান | দু’তরফের কেউই বিশেষ কোনও মন্তব্য করেননি | তবে তাৎপর্যপূর্ণভাবে এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে কার্যত শূন্য ছিল বিরোধী বেঞ্চ | যা নিয়ে ইতিমধ্যেই গেরুয়া শিবিরের বিরুদ্ধে ‘অসহযোগিতা’র অভিযোগ সামনে আনছে শাসকদল |