Breaking News

দুর্গাপুজোয় প্যান্ডেলে গিয়ে অঞ্জলি দিতে ও সিঁদুর খেলতে কোন কোন নিয়ম মানতেই হবে? জানাল কলকাতা হাইকোর্ট

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- কোভিডকালে দুর্গাপুজো নিয়ে কড়া মনোভাবই নিল কলকাতা হাইকোর্ট | গতবারের মতো এবারেও দুর্গাপুজোর মণ্ডপ থাকছে দর্শকশূন্য | তবে এই বিধি থেকে কিছুটা হলেও ছাড় পাচ্ছেন পুজো উদ্যোক্তারা | আর ছাড় পাবেন কোভিডের দুটি টিকা নিয়েছেন যারা | ছাড় থাকছে ঢাকি ও পুরোহিতদের ক্ষেত্রেও | এদিন কলকাতা হাইকোর্টে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি অনিরুদ্ধ বসুর ডিভিশন বেঞ্চে দুর্গাপুজো নিয়ে একটি জনস্বার্থ মামলার শুনানি ছিল | সেখানেই তাঁরা এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন | এমনকি পুজো মণ্ডলগুলিতে এক সঙ্গে কত জন করে থাকতে পারবেন, সেই সংখ্যাটাও এদিন আদালত নির্দিষ্ট করে দেয় | থাকবে মণ্ডপের সামনে ব্যারিকেডও | বড় মণ্ডপের ক্ষেত্রে ১০মিটার ও ছোট মণ্ডপের ক্ষেত্রে ৫ মিটার দূরে সেই ব্যারিকেড রাখতে হবে| দর্শকদের এই অংশে কোনওরকমের প্রবেশাধিকার থাকছে না | তবে কেবলমাত্র যাদের কোভিড ভ্যাক্সিনের দুটি ডোজই নেওয়া হয়ে গিয়েছে তাঁরা মণ্ডপে ঢুকে পুজোর কাজ করতে পারবেন, সিঁদুর খেলতে পারবেন ও অঞ্জলিও দিতে পারবেন | কিন্তু সেই জমায়েত বড় মণ্ডপের ক্ষেত্রে ৪৫জন ও ছোট মণ্ডপের ক্ষেত্রে ১৫জনের বেশি হবে না | পুজো কমিটির কারা কারা সেই মণ্ডপে ঢোকার ছাড়পত্র পাবেন তার তালিকা আগেই পুজো কমিটিকে টাঙিয়ে দিতে হবে | তবে এদের সবাইকে মুখে মাস্ক ব্যবহার করতে হবে | মেনে চলতে হবে কোভিডবিধি | হাইকোর্ট এদিন এটাও জানিয়ে দিয়েছে, যে সব পুজো কমিটি এই নির্দেশ মানবে না তাঁদের পুজোর অনুমতি বাতিল করবে হাইকোর্ট | পুজো মণ্ডপে ‘নো এন্ট্রি’র বিষয়ে আরও একবার সতর্ক করল কলকাতা হাইকোর্ট | পুজোর আয়োজনের ক্ষেত্রে বিধিনিষেধ মানা হচ্ছে না বলে হাইকোর্টের দ্বারস্থ হন এক আইনজীবী| তিনি দাবি করেন, দুর্গাপুজো নিয়ে রাজ্য যে নির্দেশিকা জারি করেছে, তাতে হাইকোর্টের নির্দেশের অবমাননা করা হয়েছে | সেই আর্জির ভিত্তিতে রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেলকে তলব করে হাইকোর্ট | বৃহস্পতিবার এজি জানান, ইতিমধ্যে রাজ্য সরকার নির্দেশিকা জারি করেছে | কোনওরকম সাংস্কৃতিক অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে | ‘নো এন্ট্রি’ জোন থাকছে | হাইকোর্টের যাবতীয় নির্দেশ মেনে চলার কথাও বলা হয়েছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *