Breaking News

কয়লা পাচার কাণ্ডে রাজ্যের গোয়েন্দা প্রধান জ্ঞানবন্ত সিংকে দিল্লিতে তলব করল ইডি!

নিজস্ব সংবাদদাতা :- কয়লা পাচারকাণ্ডের তদন্তে ফের একবার রাজ্যের গোয়েন্দা প্রধান জ্ঞানবন্ত সিংকে দিল্লিতে তলব করল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি | এই নিয়ে তিনবার তাঁকে ডেকে পাঠাল কেন্দ্রীয় আর্থিক দুর্নীতি সংক্রান্ত তদন্তকারী সংস্থা | যদিও প্রথমবার তিনি ইডি-র ডাকে সাড়া দেননি | এর আগেও কয়লা কাণ্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল জ্ঞানবন্ত সিংকে | ইডি দফতরে প্রায় পাঁচঘণ্টা জেরা করা হয়েছিল জ্ঞানবন্ত সিংকে | ইডি-র দাবি, আরও বেশ কিছু তথ্য জানার রয়েছে তাই ফের ডেকে পাঠানো হল গোয়েন্দা প্রধানকে | আগামী ১১ অক্টোবর দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে তাঁকে | এই বিষয়ে ইডি প্রশ্নমালাও তৈরি করে ফেলেছে | জানা গিয়েছে জ্ঞানবন্ত সিংয়ের কাছে জানতে চাওয়া হবে যে তিনি এই পাচার কাণ্ডে কী কী পদক্ষেপ নিয়েছিলেন, আদৌও কোনও তদন্ত করেছিলেন কি না | এবার ফের তাঁকে তলব করল ইডি | কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের অনুমান, জ্ঞানবন্ত ডিআইজি পদে থাকাকালীন আসানসোল, রানিগঞ্জ-সহ একাধিক এলাকায় কয়লা পাচার হয়েছিল | ইডির গোয়েন্দারা জানাচ্ছেন, জ্ঞানবন্তকে একাধিকবার জিজ্ঞাসাবাদের পরও তিনি বেশ কিছু প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন | এক্ষেত্রে তাঁকে ফের একবার জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে | তাই আগামী ১১ অক্টোবর তাঁকে দিল্লিতে ইডি অফিসে কয়লা পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি | তাই এই তলব বলে ইডি সূত্রে খবর | গত ২৪ সেপ্টেম্বর কয়লাকাণ্ডে জ্ঞানবন্ত সিংকে জিজ্ঞাসাবাদ করেছিলেন ইডির তদন্তকারী আধিকারিকরা বলে সূত্রের খবর | সেসময় তাঁর বয়ানও রেকর্ড করা হয় | ইডি সূত্রে জানা যাচ্ছে, একসময় পশ্চিমাঞ্চলের আইজি ছিলেন জ্ঞানবন্ত সিং | ওই এলাকাজুড়েই মূলত কয়লা পাচারের রমরমা |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *