দেবাশীষ পাল,মালদহ :- বিজয়া দশমীর দিন বক্স বাজানো নিয়ে গণ্ডগোল | রবিবার এই নিয়ে বসে সালিশি সভা | অভিযোগ সালিশি সভা চলাকালীন একই পরিবারের তিন জনের ওপর হামলার অভিযোগ উঠল| ঘটনাটি ঘটেছে মালদহের পুখুরিয়া থানার আড়াইডাঙ্গা হাটখোলা এলাকায় | আক্রান্তরা হল শিবু প্রামাণিক এবং তার দুই ছেলে সুজয় প্রামাণিক ও অজয় প্রামাণিক | স্থানীয় সূত্রে জানা গেছে, বিজয় দশমীর দিন পাড়ায় বক্স বাজানো নিয়ে গন্ডগোল হয় | আর মীমাংসার জন্য এদিন সকালে সালিশি সভা বসে |
আক্রান্তের ছেলের অভিযোগ সালিশি সভায় আচমকাই সন্তোষ ঘোষ এবং অশোক ঘোষ তাদের তিন জনের উপর হামলা করে বলে অভিযোগ | আক্রান্তের অভিযোগ এই ঘটনায় তার বাবা গুরুতর আহত হয় | তাদের দুই ভাইকেও চড় থাপ্পড় মারা হয় বলে অভিযোগ | এদিকে জানা গেছে আক্রান্তরা মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন | পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুখুরিয়া থানার পুলিশ|