Breaking News

বিসর্জন চলাকালীন বাজা কদমতলার ঘাট থেকে দু’টি পচাগলা দেহ উদ্ধার,মৃত্যুর কারণ নিয়ে ধন্দে পুলিশ!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :-দুর্গা প্রতিমা বিসর্জনের সময় বাজা কদমতলার বাঁধাঘাট থেকে উদ্ধার ২টি দেহ | দু’টি দেহই পুরুষের| তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি | পুলিশ দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে | শুক্রবার দশমী থেকে শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জন | ১৮ তারিখ অর্থাৎ সোমাবারের মধ্যে সব মণ্ডপের ঠাকুর বিসর্জন করে ফেলতে হবে বলে আগেই নবান্ন থেকে নির্দেশিকা জারি হয়েছে | সেই মতো রবিবারও সকাল থেকে বাজা কদমতলায় একে একে বিভিন্ন মণ্ডপের ঠাকুর বিসর্জন হয় | এমন সময় দু’টি দেহ গঙ্গার জলে ভাসতে দেখেন কয়েকজন | সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় উত্তর বন্দর থানায় | পুলিশ এসে ওই দু’টি দেহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় | প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নিহতদের মধ্যে একজনের বয়স ৬৫, অন্যজনের বয়স ৫০ বছরের কাছাকাছি হবে | তবে তাঁদের নাম, পরিচয় এখনও জানা যায়নি | দু’টির দেহর বেশীরভাগ অংশই পচে যাওয়ায় পুলিশের ধারণা, বেশ কিছুদিন আগেই তাদের মৃত্যু হয়েছে | তবে দুর্ঘটনায় মৃত্যু না কি খুন করে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হয়েছে, তা নিয়ে ধন্দে পুলিশ | একইসঙ্গে দু’টি দেহর সঙ্গে কোনও যোগসূত্র রয়েছে, না কি দু’জনের মৃত্যু পৃথক কারণে হয়েছে, ভিন্ন জায়গা থেকে একজায়গায় ভেসে এসেছে, তাও এখনও স্পষ্ট নয় | ঘাটগুলির নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ৩ হাজার পুলিশ কর্মী | গঙ্গাবক্ষে স্পিড বোটে চলছে নজরদারি | রয়েছে রিভার ট্রাফিক গার্ড ও বিপর্যয় মোকাবিলা টিম | ২টি ওয়াচ টাওয়ার থেকে চলছে পুলিশের নজরদারি | তা সত্ত্বেও দু’টি দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *