Breaking News

দুর্গাপুজোয় ১২০০ বুক স্টলে কোটি টাকার বই বিক্রি,দাবি বামেদের!

দেবরীনা মণ্ডল সাহা :-পুজোর সময়ে নাকি বামেদের দেওয়া স্টল থেকে এবারে কোটি টাকার বই বিক্রি হয়েছে| এমন আজব দাবি ঘিরেই এখন নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে | চর্চা শুরু হয়ে সোশ্যাল মিডিয়াতেও | বই বিক্রির নিরিখে এগিয়ে উত্তর ২৪ পরগণা জেলা কমিটি | কোটি টাকার উপর বামপন্থী ও সমকালীন রাজনীতি এবং মার্কসীয় সাহিত্যের নানা বই বিক্রি হয়েছে ওই স্টল থেকে | উত্তর ২৪ পরগণা জেলা কমিটি দুর্গাপুজোয় স্টল দিয়ে ১০ লক্ষ টাকার বেশি বই বিক্রি করেছে | যা বেশ তাক লাগিয়ে দিয়েছে সবাইকে | গোটা রাজ্যে প্রায় ১,২০০ বইয়ের স্টল দিয়েছিল সিপিআইএম | প্রত্যেকবারই দুর্গাপুজোয় বুক স্টল করার জন্য সিপিআইএমের বিভিন্ন স্তরের কমিটিকে বইয়ের জোগান দেয় পার্টির প্রকাশনা সংস্থা ন্যাশনাল বুক এজেন্সি বা এনবিএ | স্টলগুলিতে লেখক হিসেবে এবারও প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বইগুলির বিক্রি ছিল সবচেয়ে বেশি |
এই বই বিক্রি ভাল সাড়া পেয়ে উজ্জীবিত রাজ্য নেতৃত্ব | এখন প্রশ্ন, তাহলে কী নতুন প্রজন্ম মার্কসীয় সাহিত্যের বই পড়ছে?‌ এই বিষয়ে এক সিপিআইএম নেতা বলেন, ‘রাজ্যের সবচেয়ে বড় জেলা উত্তর ২৪ পরগণা | তাই এই জেলায় স্টলের সংখ্যাও বেশি | আর এখনও এই জেলায় সাংগঠনিক শক্তি রয়েছে আমাদের | তাই বেশি বই বিক্রি করা গিয়েছে |’পাল্টা তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র তাপস রায় বলেন, ‘‌তৃণমূল কংগ্রেসের স্টল গত কয়েক বছরে প্রচুর বেড়েছে | দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বইয়ের পাশাপাশি এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত টি-শার্টও বিকিয়েছে প্রচুর | আসলে সিপিআইএম বা বামপন্থীদের অপ্রাসঙ্গিক হওয়ার কারণ খুঁজতে হয়তো কিছু মানুষ ওদের দলিল বা বইগুলি পড়তে চাইছে|’‌

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *