নিজস্ব সংবাদদাতা :- নাগাড়ে বৃষ্টিতে ব্যবসা মার খাওয়ার আশঙ্কায় ভুগতে শুরু করেছেন দার্জিলিং পাহাড়ের ব্যবসায়ীরা | শুধু দার্জিলিং পাহাড় নয় সিকিমগামী সড়কেও ধস নেমেছে | যার ফলে বহু জায়গায় আটকে পড়েছেন পর্যটকরা | ধস নেমে বন্ধ সান্দকফুর রাস্তা|আটকে পড়েছেন বহু পর্যটক | বড় বিপদ এড়াতে আপাতত সান্দাকফু ট্রেকিং বন্ধ করল দার্জিলিং জেলা প্রশাসন | নিম্নচাপের জেরে আগেই পাহাড়ে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর| আর সোমবার রাত থেকে নাগাড়ে বর্ষণে কার্যত বিধ্বস্ত গোটা দার্জিলিং পাহাড়ের জনজীবন | বিভিন্ন জায়গায় নেমেছে ছোট-বড় ধস | তবে শিলিগুড়ি ও দার্জিলিংয়ের মধ্যে সংযোগকারী সমস্ত সড়ক এখনো সচল রয়েছে | সিকিম যাওয়ার রাস্তায় বিশ মাইলের কাছে ধস নেমেছে | যার ফলে এদিন কালিম্পংয়ের পথে যান চলাচল ব্যহত হয়| কার্শিয়াংয়ের কাছে ৫৫ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে বইছে জল | যার ফলে সেখানে ধসের সম্ভাবনা দেখা দিয়েছে | মঙ্গলবার বিকেলে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে উত্তরবঙ্গে | এর ফলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে মনে করা হচ্ছে | অন্যদিকে, জলপাইগুড়ির জেলার ডুয়ার্সে লাগোয়া গরুবাথানে মঙ্গলবার দুপুরে আচমকাই মেঘভাঙা বৃষ্টি নামে | পাহাড়ের উপর থমকে থাকা মেঘ ভেঙে অঝোর বর্ষণে বিপত্তি আরও বেড়েছে |