প্রসেনজিৎ ধর :- বৃষ্টি ও ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | আগামী রবিবার তিনি উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বলে সূত্রের খবর | এখন উত্তরবঙ্গে বানভাসী পরিস্থিতি তৈরি হয়েছে |নবান্ন সূত্রে খবর, ওইদিন কলকাতা থেকে রওনা দেবেন মুখ্যমন্ত্রী | নামবেন শিলিগুড়িতে | সেখান থেকে উত্তরকন্যায় গিয়ে থাকবেন মুখ্যমন্ত্রী। তারপর ২৫ অক্টোবর শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠক করবেন। এরপর ২৬ অক্টোবর এবং ২৭ অক্টোবর কার্শিয়াং যাবেন তিনি | তবে এই সফরে দার্জিলিং যাচ্ছেন না তিনি | ২৮ অক্টোবর কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী | পাহাড়ে পর্যটকরা সেখানে গিয়ে আটকে পড়েছেন | আবার অনেকে মারা গিয়েছেন বলেও খবর| তাই মানুষের পাশে থাকতে নিজেই পথে নামতে চলেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | ইতিমধ্যেই সেখানকার প্রশাসনকে সক্রিয় হতে বলেছেন মুখ্যমন্ত্রী | বন্যায় উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে | সেই বিষয়ে তিনি বৈঠক করবেন এবং সেখানে যাবেন মুখ্যমন্ত্রী | যদিও বুধবার রাত থেকে সামান্য হলেও উন্নতি হয়েছে আবহাওয়ার | তবে এখনই বৃষ্টি থেকে রেহাই নেই উত্তরবঙ্গবাসীর |