Breaking News

দীপাবলির আগে সুখবর!কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৩ শতাংশ ডিএ বৃদ্ধির প্রস্তাব অনুমোদন মন্ত্রীসভায়

দেবরীনা মণ্ডল সাহা :- দীপাবলির আগেই সুখবর | ফের কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা বাড়ছে | ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করল অর্থমন্ত্রক | এর সুবিধা পাবেন কেন্দ্র সরকারের অবসরপ্রাপ্ত কর্মীরাও | এদিন মন্ত্রীসভার বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর |

সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের দেওয়া বেতনের একটি অংশ হল এই মহার্ঘ ভাতা | ২০২০ সালের জানুয়ারি থেকে কর্মীদের প্রদেয় ডিএ সংশোধন করা হয়নি | কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা ২০২০ সালে ঘোষিত হয়েও কোভিড পরিস্থিতিতে স্থগিত ছিল | তারপর দুই অর্থবর্ষের মহার্ঘ ভাতা পান কর্মীরা | এরপর সামনেই রয়েছে দীপাবলি|তার আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ-র পরিমাণ বেড়ে যাওয়ায় তা খুবই খুশির খবর বলে মনে করা হচ্ছে | প্রসঙ্গত, এর আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ডিএ এবং ডিআর ১৭ শতাংশ থেকে বাড়িয়ে ২৮ শতাংশ করার অনুমোদন মিলেছিল | এই মহার্ঘ ভাতা বৃদ্ধি গত ১ জুলাই, ২০২১ থেকে প্রযোজ্য হবে | উপকৃত হবেন প্রায় ৬৫.২৬ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগী | জানা গিয়েছে, এই বাড়তি ডিএ দিতে কেন্দ্রকে বছরে খরচ করতে হবে অতিরিক্ত ৯৪৮৮.৭০ কোটি টাকা | দীপাবলির আগে বাড়তি মহার্ঘভাতা হাতে আসার খবরে স্বভাবতই উচ্ছ্বসিত কেন্দ্রীয় সরকারি কর্মীরা |জানা গিয়েছে, এই বাড়তি ডিএ দিতে কেন্দ্রকে বছরে খরচ করতে হবে অতিরিক্ত ৯৪৮৮.৭০ কোটি টাকা | কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা | দীপাবলির আগে বাড়তি মহার্ঘভাতা হাতে আসার খবরে স্বভাবতই উচ্ছ্বসিত তাঁরা |

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *