Breaking News

‘লক্ষ্মীর ভাণ্ডার বেশিদিন চলবে না,প্যাঁচার ভাণ্ডার চালু হবে’ তারাপীঠে রাজ্য সরকারকে কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের!

দেবরীনা মণ্ডল সাহা :- মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সাধের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প কতদিন চলবে এইবার তা নিয়ে সংশয় প্রকাশ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার | লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে প্যাঁচার ভাণ্ডার বলে কটাক্ষ করলেন তিনি |শুধু তাই নয়, খোদ অনুব্রত এর গড় বীরভূমের মাটিতে দাঁড়িয়ে এই কটাক্ষ করেছেন তিনি | এদিন তিনি বলেন, ‘‌লক্ষ্মীর ভাণ্ডার বেশিদিন চলবে না | লক্ষ্মীর ভাণ্ডার চলবে নাকি পরে তা প্যাঁচার ভাণ্ডার চালু হবে সেটা পরে দেখা যাবে |’‌এই প্রকল্প এখন জনগণের মুখে মুখে ফিরছে | বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে বিজেপির রাজ্য সভাপতি বলেন, ‘‌লক্ষ্মীর ভাণ্ডার’ খুব বেশিদিন চলবে বলে আমার মনে হয় না | ইতিমধ্যেই আপনারা দেখেছেন দুয়ারে রেশন প্রকল্প নিয়ে রেশন ডিলাররা জানিয়ে দিয়েছেন এইভাবে চলতে পারে না | কারণ এই প্রকল্পের জন্য বরাদ্দ নেই | আপনি লোকের বাড়ি পর্যন্ত রেশন পৌঁছে দেবেন তার জন্য তেল, কর্মী লাগবে তো | সেই টাকাগুলো তো দিতে হবে বাজেটে | তা কোনও বাজেট নেই রাজ্য সরকারের। এইগুলো সবই চমক |’ প্রসঙ্গত, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ দু’‌দিনের কর্মসূচি নিয়ে বীরভূমে আসেন | বীরভূমের সিউড়িতে কর্মসূচি করার পর শুক্রবার সকালে তারাপীঠ মন্দিরের যান তাঁরা মায়ের পূজা দিতে | সেখানেই তিনি রাজ্য সরকারের রাজকোষ এবং বিভিন্ন প্রকল্প নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করেন | রাজ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ‘‌লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প | ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ দু’‌মাসের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গিয়েছেন | এই পরিস্থিতিতে বিজেপির রাজ্য সভাপতির ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পকে নিয়ে এমনই মন্তব্য শোরগোল পড়ে গিয়েছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *