দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দুর্গাপুজোর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সব ঠিক থাকলে নভেম্বর মাসে স্কুল খোলা যেতে পারে | সেদিক থেকে দেখতে গেলে এখন পরিস্থিতি অনেকটাই ভালো | তাই এবার উদ্যোগ নিতে দেখা গেল বিকাশ ভবনকে | সূত্রের খবর, দুর্গাপুজো মিটতেই স্কুলবাড়ি মেরামতির জন্য টাকা বরাদ্দ করেছে বিকাশ ভবন | প্রতিটি স্কুলকেই সেই টাকা দেওয়া হচ্ছে | মোট ৬৪৬৮টি স্কুল টাকা পাচ্ছে | লকডাউনের জেরে দীর্ঘদিন স্কুল বন্ধ রয়েছে | আবার আমফানে ক্ষতিগ্রস্ত হয়েছিল বহু স্কুল| তাই স্কুল খুলতে গেলে পরিবেশ তৈরি করতে হবে | যাতে ছাত্র-ছাত্রীরা এসে পঠনপাঠন করতে পারে | তাই স্কুল মেরামত করতে কত টাকা লাগতে পারে সে বিষয়ে জেলাশাসকদের খরচের তালিকা পাঠাতে বলল বিকাশ ভবন |
১৫ সেপ্টেম্বর ছিল তালিকা জমা দেওয়ার শেষ তারিখ ছিল | সুতরাং তালিকা হাতে পেয়ে গিয়েছে বিকাশ ভবন, তারপরই এই পদক্ষেপ |অগাস্টেই স্কুল খোলা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “পুজোর পরই স্কুল খুলবে রাজ্যে | আগেই ঘোষণা করা হয়েছে | পুরো স্কুল স্যানিটাইজ করে তারপর তা খোলা হবে | তবে তা হবে যদি তৃতীয় ঢেউ না আসে | তৃতীয় ঢেউ যদি ভয়ঙ্কর না হয়|”জানা গিয়েছে, বিকাশ ভবন আগেই গুগল ফর্মের মাধ্যমে একটা আপডেট দিয়ে রেখেছিল | স্কুল খোলার সম্ভাবনা তাতেই জোরাল হচ্ছে বলে মনে করা হচ্ছে | অনেক শিক্ষক-শিক্ষিকারা বলছেন, এখন ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছেন মা-বাবার সঙ্গে | তাহলে স্কুলে আসতে অসুবিধাটা কোথায়? বরং বিধি মেনে স্কুল খোলা যেতেই পারে | তাতে অন্তত পঠনপাঠন স্বাভাবিক করা যাবে | এখন দেখবার স্কুল খোলে কিনা |